Pink Moon: পদ্মাপাড়ে রাতের আকাশে আচমকাই বিরাট গোলাপি চাঁদ! বিস্ময়...

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, শুক্রবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত আকাশে ‘গোলাপি চাঁদ’ দেখা যাবে। তবে শনিবার চাঁদের ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি থাকবে।

Updated By: Apr 25, 2024, 04:35 PM IST
Pink Moon: পদ্মাপাড়ে রাতের আকাশে আচমকাই বিরাট গোলাপি চাঁদ! বিস্ময়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন আর দেশজুড়ে দেখা যায়না বহু ঋতু। আজকাল যেন শিতকালে মিশে যাচ্ছে গ্রীষ্ম আর গ্রীষ্মে আরও বাড়ছে গরম। এই বদলে যাওয়া আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে চাঁদ।

বুধবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাংলাদেশের আকাশেও গোলাপি চাঁদ দেখা গিয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই গোলাপি চাঁদ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার বাংলাদেশের আকাশে দেখতে পাওয়া এই গোলাপি চাঁদের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। যদিও বৈজ্ঞানিক সত্য হল চাঁদের কোনও নিজস্ব আলো নেই।

আরও পড়ুন: Athens: সাহারায় শিহরন, এদিকে কমলা ধুলোমেঘে ঢাকল এথেন্স!

জানা গেছে, বিশ্বের নানা প্রান্তে কয়েক দিন ধরে দেখা গেলেও বাংলাদেশের আকাশে বুধবারই শুধুমাত্র উজ্জ্বলভাবে দেখা গিয়েছে। এই চাঁদকে ‘ফিশ মুন’, ‘গ্রাস মুন’ এবং ‘এগ মুন’ নামেও বলছে অনেকে।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, শুক্রবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত আকাশে ‘গোলাপি চাঁদ’ দেখা যাবে। তবে শনিবার চাঁদের ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি থাকবে।

এই বিশেষ পূর্ণিমা মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে। এই সময়ে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে। এই কারণে এই সময় চাঁদের আকার বড় ও উজ্জ্বল দেখা যায়।

আরও পড়ুন: Allyson Felix: 'নাইকে'র চোখে চোখ রেখে লড়ে মহিলা ক্রীড়াবিদদের জন্য তৈরি করলেন সুরক্ষা-বলয়...

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙে পরিবর্তন দেখা যায়। এ ছাড়া অন্যান্য দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে।

এই কারণে, যখন চাঁদকে পৃথিবী থেকে বিভিন্ন রঙ যেমন বাদামী, নীল, হালকা নীল, রূপালি, সোনালি, হালকা হলুদ রঙের দেখায়। আর বিভ্রমের কারণে একে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়ও দেখায়। বিজ্ঞানের ভাষায় একে রিলে স্ক্যাটারিং-ও বলা হয়। এপ্রিল মাসে যে পূর্ণিমা দেখা যায় তাকে গোলাপি চাঁদ বলা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.