Weather Today: রাজ্যে অব্যাহত শীতের কামড়! কতদিন চলবে শৈত্যপ্রবাহ?

বুধবার পর্যন্ত এভাবেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর ফের তাপমাত্রায় সামান্য পতনের পূর্বাভাস। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি জারি থাকবে। এদিকে, পশ্চিমের জেলা- পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলার কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

Updated By: Jan 9, 2023, 08:39 AM IST
Weather Today: রাজ্যে অব্যাহত শীতের কামড়! কতদিন চলবে শৈত্যপ্রবাহ?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: পৌষের শেষবেলায় ঝোড়ো ইনিংস খেলছে শীত, রাজ্যজুড়েই পারদ পতন অব্যাহত। সকালে কুয়াশা থাকলেও, উত্তুরে হাওয়ার পালে ভর করে দিনভর দাপট দেখাচ্ছে ঠান্ডা। এর মধ্যেই কিছুটা ঊর্ধ্বগামী হল পারদ। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও তা স্বাভাবিকের নীচেই। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে। ফলে শীতের কামড় অব্যাহত।

আরও পড়ুন, Greater Cooch Behar: কোচবিহারে পৃথক রাজ্য নাকি কেন্দ্রশাসিত অঞ্চল, এবার স্পষ্ট করলেন অনন্ত মহারাজ

কাল তাপমাত্রা  ১২.২ ডিগ্রি থেকে সামান্য বেড়ে আজ ১৩.২ ডিগ্রি হয়েছে। দিনের তাপমাত্রা ২২.১ ডিগ্রি থেকে বেড়ে ২৩.১ ডিগ্রি হয়েছে। বুধবার পর্যন্ত এভাবেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর ফের তাপমাত্রায় সামান্য পতনের পূর্বাভাস। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি জারি থাকবে। এদিকে, পশ্চিমের জেলা- পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলার কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি। কোচবিহার ঘন কুয়াশার সতর্কতাও জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে। দিনভর কুয়াশা থাকলেও সকালের দিকে ঘন কুয়াশা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে পারদ। আপাতত রাজ্য জুড়েই জমিয়ে শীতের সম্ভাবনা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আপাতত।

উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে শীতল দিন ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে।  মাঝারি থেকে ঘন কুয়াশা বাকি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও হালকা-মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ। শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমী জেলা পুরুলিয়ায়।

আরও পড়ুন, Video: অতিরিক্ত যাত্রীর চাপ? কাটোয়ায় উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.