ব্যাটারির জীবন

অনেকে মোবাইলে শক্তিশালী ব্যাটারি নেই। তারাও বিভিন্ন উপায়ে ব্যাটারি বাঁচাতে পারবেন।

স্কিন

স্কিন যত দ্রুত সম্ভব অফ করতে হবে।

ব্রাইটনেস।

ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্য়াটারি কম পুড়বে।

ব্রাইটনেসের বদল

অটোমেটিক্যালি ব্রাইটনেস কমাতে হবে।

সাউন্ড

কি বোর্ডের সাউন্ড অফ করে রাখতে হবে।

অ্যাপ

যেসব অ্যাপ বেশি ব্যাটারি খায় তা বন্ধ রাখতে হবে।

ব্যাটারি

অ্যাডাপটিভ ব্যাটারি অন করে রাখতে হবে।

অ্যাপ

ব্যবহার হয় না এমন অ্যাপ বন্ধ রাখুন।

ডার্ক থিম

ডার্ক থিম ট্রান অন করে রাখুন।

VIEW ALL

Read Next Story