মহম্মদ শামি-গুজরাট টাইটান্স

এই খেলোয়াড় ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপের পরে গোড়ালির চোটের কারণ বাদ পড়েছেন। যদিও ইতিমধ্যে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

ম্যাথিউ ওয়েড-গুজরাট টাইটান্স

শারীরিক অসুস্থাতার কারণে ২০২৪-এর আইপিএলে এই খেলোয়াড়কে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

মার্ক উড-লাখনউ সুপার জায়ান্টস

খেলতে পারবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন থাকার কারণে লাখনউ সুপার জায়ান্টস তাঁর পরিবর্তে শামার জোসেফকে নিয়েছে।

প্রসিধ কৃষ্ণা- রাজস্থান রয়্যালস

প্রসিধ কৃষ্ণার চোট লাগলেও, রাজস্থান রয়্যালস এখনও এই খেলোয়াড়ের কোনও বদলি ঘোষণা করেনি।

জেসন রয়-কলকাতা নাইট রাইডার্স

এই খেলোয়াড়ের বদলে এবার দলে থাকছেন অন্য খেলোয়াড়, যা দলকে খেলায় অন্য মাত্রা দেবে।

গাস অ্য়াটকিনসন-কলকাতা নাইট রাইডার্স

কাজের চাপ সামলানোর জন্য ইংল্য়ান্ডের এই ফাস্ট বোলারকে প্রত্যাহার করা হয়েছে, বদলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার দুশমন্থা চামেরাকে।

ডেভন কনওয়ে-চেন্নাই সুপার কিংগস

২০২৪-এর আইপিএলের আগে এই খেলোয়াড়ের অসুস্থতার কারণে নতুন খেলোয়াড় আনার সম্ভাবনা রয়েছে।

ডেভিড উইলি-চেন্নাই সুপার কিংগস

ডেভন কনওয়ে জায়গা পূরণ করার জন্য চেন্নাই সুপার কিংগস এই নতুন খেলোয়াড়কে আমছে চেন্নাই সুপার কিংগস।

VIEW ALL

Read Next Story