দিনে ২টো করে কলা খাচ্ছেন? ভালো না ক্ষতি করছেন নিজের?

দিনে ২টো করে কলা

কলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। পটাসিয়াম হার্ট ভালো রাখে।

দিনে ২টো করে কলা

পেশী সংকোচন এবং তরল ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিনে ২টো করে কলা

কলায় পটাসিয়াম ছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি-৬ ও প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

দিনে ২টো করে কলা

ভিটামিন সি শরীরের ইমিউনো সিস্টেমকে বাড়ায়। ত্বক ভালো রাখে।

দিনে ২টো করে কলা

ওদিকে ভিটামিন বি-৬ মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতার জন্য অপরিহার্য।

দিনে ২টো করে কলা

ফাইবার ভালো হজম করায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।

দিনে ২টো করে কলা

দিনে দুটো আপনার মানসিক চাপ কমায়। মেজাজও ভালো রাখে।

দিনে ২টো করে কলা

কারণ কলাতে রয়েছে ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড যা শরীরে সেরোটোনিনে রূপান্তরিত হয়।

দিনে ২টো করে কলা

সেরোটোনিন একটি নিউরোট্রান্সমিটার যা মেজাজ নিয়ন্ত্রণ করে।

VIEW ALL

Read Next Story