৪৩-এ পা

ভিভাহ-এর চকোলেট বয় থেকে কবির সিং-এর রকিং বয়, ৪৩-এ পা বলিউডের হার্টথ্রব শাহিদ কাপুরের।

সম্পর্কের সাতকাহন

অনুরাগীদের পাশাপাশি অসংখ্য অভিনেত্রীর মন জয় করছিলেন তিনি, মীরা রাজপুতকে বিয়ের আগে তিনি বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

করিনা কাপুর

করিনা কাপুর এবং শাহীদ কাপুরের সম্পর্কে অনেকেই জানেন। 'ফিদা' সিনেমার শ্যুটিং থেকেই প্রেমের সম্পর্কে জড়ান তিনি।

অমৃতা রাও

একাধিক ছবিতে তাঁদের কেমিস্ট্রী চোখে পড়ার মতো। তবে অমৃতা জানিয়েছিলেন তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু ছিলেন।

সানিয়া মির্জা

শোয়েব মালিককে বিয়ের আগে বেশ কিছুদিন খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

বিদ্যা বালান

কিসমত কানেকশনের সেটে আলাপ হয়েছিল তাঁদের, আর সেখান থেকেই প্রেম। যদিও তাঁরা নিজেরা কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

প্রিয়াঙ্কা চোপড়া

শাহিদ নিজে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শিকার করেননি। তবে প্রায়শই তাঁদের একসঙ্গে দেখা গেছে, এমনকি প্রিয়াঙ্কার ঘরের দরজাও তাঁকে খুলতে দেখা গেছে।

অনুষ্কা শর্মা

শাহিদ এবং অনুষ্কাকে একসঙ্গে ঘনিষ্ট মুহূর্ত দেখতে পাওয়া গেছে একটি ছবির সাকশেস পার্টিতে। তা থেকেই জল্পনা তাঁরা সম্পর্কে ছিলেন।

বিপাশা বসু

প্রিয়াঙ্কার মতো বিপাশা বসুর সঙ্গেও বহুবার ধরা দিয়েছেন শাহিদ। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও তাঁদের সম্পর্কের ইঙ্গিত দেয়।

VIEW ALL

Read Next Story