West Bengal Loksabha Election 2024: সোমে ফের ভোট! বারাসত ও মথুরাপুরের দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের...

একটি উত্তর ২৪ পরগনায়, আর একটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল, শনিবার সপ্তম দফাতেই ভোট হয়ে গিয়েছে বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে। এখন ভোটপ্রক্রিয়ায় যদি অনিময়ের অভিযোগ ওঠে, তাহলে নিয়ম অনুযায়ী সেই অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে কমিশন। ডায়মন্ড হারবারেও পুনর্নির্বাচনে দাবি তুলেছিল সিপিএম ও বিজেপি। কিন্তু সেই দাবি খারিজ হয়ে গিয়েছে।