Josh Baker: মাত্র ২০-তেই আউট! প্রয়াত ব্রিটিশ স্পিনার যশ বেকার...

বাঁ-হাতি স্পিনার ছিলেন বেকার। ২০২১ সালে ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডের প্রথমশ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। চলতি মরশুমে খেলেছিলেন দুটি কাউন্সি চ্য়াম্পিয়নশিপ ম্য়াচে। এপ্রিলে ডারহামের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন বেকার। সবমিলিয়ে ৪৭ ম্যাচে ৭০ উইকেট নেন তিনি।

Updated By: May 2, 2024, 11:47 PM IST
Josh Baker: মাত্র ২০-তেই আউট! প্রয়াত ব্রিটিশ স্পিনার যশ বেকার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জীবনের খেলায় আউট ২০-তেই! প্রয়াত স্পিনার যশ বেকার। যে ক্লাবের হয়ে খেলতেন, সেই ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের তরফের ঘোষণা করা হল মৃত্যুসংবাদ। কীভাবে মৃত্য়ু? তা অবশ্য জানানো হয়নি।

আরও পড়ুন:  India's T20 World Cup Squad: প্রচুর বেতনে খেলছেন আইপিএল, উঠছেন না বিশ্বকাপের বিমানে! তালিকায় যে ভারতীয়রা

বাঁ-হাতি স্পিনার ছিলেন বেকার। ২০২১ সালে ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডের প্রথমশ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। চলতি মরশুমে খেলেছিলেন দুটি কাউন্সি চ্য়াম্পিয়নশিপ ম্য়াচে। এপ্রিলে ডারহামের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন বেকার। সবমিলিয়ে ৪৭ ম্যাচে ৭০ উইকেট নেন তিনি।

 

চলতি বছরে বেকারের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিল ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাব। ক্লাবের তরফে বিবৃতিতে উল্লেখ, স্পিনার হিসেবে যতটা না দক্ষ ছিলেন, তার থেকে বেশি ছিল প্রণোচ্ছ্বলতা ও উৎসাহ। ওর পেশাদারিত্ব ছিল উল্লেখ করার মতো'।

আরও পড়ুন:  Rinku Singh: 'বাজি, মিষ্টি কিনে এনেছিলাম'! বিশ্বকাপে নেই ছেলে, শোকে ভেঙে পড়েছেন বাবা-মা

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.