ক্যাপ্টেনদের স্বস্তি! স্লো ওভার-রেটের জন্য এবার শাস্তি পাবে গোটা দল

ফুটবলের মতো ক্রিকেটেও এবার পরিবর্ত প্রথা চালু হয়ে গেল।

Updated By: Jul 21, 2019, 07:50 PM IST
ক্যাপ্টেনদের স্বস্তি! স্লো ওভার-রেটের জন্য এবার শাস্তি পাবে গোটা দল

নিজস্ব প্রতিবেদন :  আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি। স্লো-ওভার রেটের জন্য এবার থেকে শুধু অধিনায়ক নয়, গোটা দলকেই শাস্তি পেতে হবে। পয়লা অগাস্ট থেকে এই নিয়ম লাগু হবে।

লন্ডনে আইসিসি-র গভর্নিং বডির মিটিংয়ের পর এক বিবৃতিতে জানায়, এবার নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ওভার পিছু দুটি করে কম্পিটিশন পয়েন্ট কাটা হবে। পাশাপাশি এবার থেকে স্লো-ওভার রেটের জন্য আর শুধুমাত্র ক্যাপ্টেনদের জরিমানা বা সাসপেন্ড করা হবে না। দলের সব ক্রিকেটারকেই এই স্লো ওভার রেটের জন্য দায় নিতে হবে। অধিনায়কের পরিবর্তে পুরো দলকেই আর্থিক জরিমানা করা হবে।

আরও পড়ুন -  বাউন্ডারির বিচারে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের! আইসিসির 'অদ্ভুত' নিয়ম নিয়ে মুখ খুললেন মর্গ্যান

আইসিসির গর্ভনিং বডির সভায় প্লেয়ার বদলির পক্ষেই রায় দিল। অর্থাত্, কোনও ক্রিকেটারের মাথায় চোট লাগলে তিনি যদি আর খেলতে না পারেন, সেক্ষেত্রে তাঁর পরিবর্ত পাওয়া যাবে। অর্থাত্ ফুটবলের মতো ক্রিকেটেও এবার পরিবর্ত প্রথা চালু হয়ে গেল। পুরুষ-মহিলাদের আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ম পয়লা অগাস্ট থেকে কার্যকরী হবে।

 

.