ICC World Cup 2019: সেমি ফাইনালের আগে ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন শন মার্শ

| Jul 05, 2019, 20:13 PM IST
1/4

1

বিশ্বকাপের সেমি ফাইনালের আগে চোটের ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে৷  

2/4

2

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুশীলেনর সময় প্যাট কামিন্সের বলে হাতে চোট পান মার্শ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় হাত ভেঙেছে মার্শের৷ ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে আর তাঁর পক্ষে  কোনওভাবেই মাঠে নামা সম্ভব নয়৷

3/4

3

চলতি বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ২৩ ও ৩ রান করেন মার্শ। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানটি।

4/4

4

শন মার্শের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে যোগ দিচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব৷