ICC World Cup 2019: শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ডের হাতছানি হিটম্যানের সামনে!

| Jul 05, 2019, 16:54 PM IST
1/5

1

২০১৯ সালে বিশ্বকাপে সাতটি ইনিংসে ৫৪৪ রান করেছেন রোহিত শর্মা। করেছেন চারটি সেঞ্চুরি। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা বড় ইনিংস গড়তে পারলেই বিশ্বকাপের মঞ্চে একাধিক রেকর্ড গড়ে ফেরবেন রোহিত শর্মা।  

2/5

2

একটি বিশ্বকাপে সর্বাধিক রান সচিন তেন্ডুলকরের। ২০০৩ সালে বিশ্বকাপে সচিন করেছিলেন মোট ৬৭৩ রান। রোহিতের সংগ্রহ ৫৪৪ রান। সচিনের রেকর্ড ছাপিয়ে যাওয়ার হাতছানি আর এক মুম্বইকরের।  

3/5

3

একটি বিশ্বকাপে গ্রুপ পর্বে ৯ ম্যাচে ৫৮৬ রান করেছিলেন সচিন। ৭ ম্যাচে ৫৪৪ রোহিতের। গ্রুপ পর্বে সচিনের রানকে টপকে যেতে পারেন রোহিত।

4/5

4

১৯৯২ থেকে ২০১১। ৬টি বিশ্বকাপে সচিন ৬টি সেঞ্চুরি করেছেন। দুটি বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরির সংখ্যা এখন ৫টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করলেই সচিনকে ছুঁয়ে ফেলবেন রোহিত।    

5/5

5

এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে একমাত্র শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই সাঙ্গাকারাকে স্পর্শ করে ফেলেন রোহিত। লঙ্কানদের বিরুদ্ধে সেঞ্চুরি করলেই সাঙ্গাকারার রেকর্ড ভেঙে বিশ্বকাপে নজির গড়বেন হিটম্যান।