WB Weather Update: তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, কাল থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

May 19, 2024, 18:32 PM IST
1/5

আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।--তথ্য-সন্দীপ প্রামাণিক

2/5

উত্তরবঙ্গের উপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। মালদা, দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামিকাল ২০ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝড় ও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। -তথ্য-সন্দীপ প্রামাণিক

3/5

মঙ্গলবার অর্থাত্ ২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি জারি থাকবে। ২১ তারিখ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পংয়ে ভারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হবে। ২২ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে কিন্তু বিক্ষিপ্ত, বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গেও ২২ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক  

4/5

২৩ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি ও উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে । ২৪ তারিখ উপকূলে জেলাগুলিতে  পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ২৫ তারিখ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ২ ২৪ পরগনা হাওড়া কলকাতা ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২৫ তারিখ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা বিক্ষিপ্ত বৃষ্টির। আগামী সপ্তাহ ধরে দুই বঙ্গের বৃষ্টির জারি থাকবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক  

5/5

আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গের আজ উপরের ৫ জেলায় ভারী বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমের আজ তাপ প্রবাহ সম্ভাবনা পাশাপাশি গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি। আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এবং অস্বস্তিকর গরম থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম।। আজ মৌসুমী বায়ু  দক্ষিণ বঙ্গোপসাগ নিকোবার আইল্যান্ডে প্রবেশ করেছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ২২ তারিখ একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি প্রথমে উত্তর-পূর্ব দিকে এগবে। পরবর্তী একটি ডিপ্রেশনে পরিবর্তন হবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক