ICC World Cup 2019: শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন বুমরাহ

| Jul 06, 2019, 20:06 PM IST
1/5

1

বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন জশপ্রীত বুমরাহ৷  

2/5

2

 শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথে করুণারত্নকে আউট করতেই একদিনের ক্রিকেটে একশো উইকেটের মালিক হয়ে গেলেন আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ওয়ানডে বোলার।

3/5

3

২৫ বছর বয়সী বুমরাহ ৫৭টি একদিনের ম্যাচে এই নজির গড়লেন।

4/5

4

ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম একশো উইকেটের মালিক হলেন তিনি। ৫৬টি ম্যাচে ১০০ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম মহম্মদ শামি।

5/5

5

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। সঙ্গে দুটি মেডেন ওভারও করেন।