Deepika-Ranveer Viral Photo: সাদা শার্টে স্পষ্ট বেবিবাম্প! অন্তঃসত্ত্বা দীপিকার হাত ধরে ভোট দিতে হাজির রণবীর...

Loksabha Election 2024: অনেকদিন ধরেই প্রশ্ন উঠছিল দীপিকার বেবিবাম্পের দেখা নেই। আদৌ কি সাধারণ পদ্ধতিতেই মা হচ্ছেন তিনি। নাকি স্যারোগেসির পথে হাঁটছেন তিনি। সেই ভ্রম কাটল ভোটের দিনে। সোমবার ভোট প্রয়োগে হাজির হলেন দীপিকা। আর সেখানেই সাদা শার্টে স্পষ্ট অভিনেত্রীর বেবিবাম্প। 

| May 20, 2024, 16:22 PM IST
1/6

দীপিকা-রণবীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালেই অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোট দিতে হাজির হন রণবীর সিং। 

2/6

দীপিকা-রণবীর

এদিন দুজনের পরনেই ছিল জিন্স ও সাদা শার্ট, চোখে রোদ চশমা। 

3/6

দীপিকা-রণবীর

গাড়ি থেকে নামতেই দীপিকাকে ভিড় থেকে আগলে রাখেন রণবীর। এদিনই প্রথম চোখে পড়ে দীপিকার বেবিবাম্প। 

4/6

দীপিকা-রণবীর

বেশ কয়েকদিন ধরেই দীপিকার প্রেগন্যান্সি নিয়ে চলছিল জল্পনা। দীপিকার বেবিবাম্প না দেখা যাওয়ায় অনেকেই অনুমান করেছিলেন হয়তো সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন তিনি। 

5/6

দীপিকা-রণবীর

তবে সোমবার বোঝা যায়, সারোগেসি নয়, প্রাকৃতিক পদ্ধতিতেই মা হচ্ছেন দীপিকা। 

6/6

দীপিকা-রণবীর

আগামী সেপ্টেম্বরেই সন্তান আসার কথা রণবীর-দীপিকার ঘরে।