''কেটে টুকরো টুকরো করে ফেলব, দেখব কী করতে পারিস'', টেলি অভিনেতাকে প্রাণনাশের হুমকি

প্রাণনাশের হুমকি দেওয়া হল 'তারক মেহতা কা উল্টা চশমা'র গোগীকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 30, 2020, 03:00 PM IST
''কেটে টুকরো টুকরো করে ফেলব, দেখব কী করতে পারিস'', টেলি অভিনেতাকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদন : ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি জনপ্রিয় টেলি তারকা সময় শা। প্রাণনাশের হুমকি দেওয়া হল 'তারক মেহতা কা উল্টা চশমা'র গোগীকে। ঘটনায় পুলিসের দ্বারস্থ হয়েছেন অভিনেতা সময় শা।

সময় জানান ঘটনাটি ঘটেছে অভিনেতার বরিভালি বাসস্থানের কাছে। তবে এধরনের ঘটনা সময়ের সঙ্গে প্রথম নয়। বারবার এধরনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। 

ঠিক কী ঘটেছে?

এবিষয়ে DNA-কে দেওয়া সাক্ষাৎকারে সময় জানান, ২৭ অক্টোবর অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়িতে বেশ কয়েকজনকে নিয়ে যান, তাঁকে গালিগালাজ করেন, হুমকি দেন। সময়ের কথায় ,'' এই নিয়ে তৃতীয়বার তাঁর জীবনে এই ঘটনা ঘটেছে। লোকটি কে তা আমি জানি না। তাঁর এধরনের কাজের পিছনে কী কারণ রয়েছে, সেটাও আমার জানা নেই। তিনি আমার খোঁজে গোটা কমপ্লেক্সে ঘুরে বেড়ান। আমাকে দেখে গালিগালাজ করতে লাগলেন, বলতে শুরু করেন তোকে কেটে ফেলব, দেখব কী করতে পারিস। টুকরো টুকরো করে ফেলব। যা হয়েছে তাতে আমি পুরোপুরি ভেঙে পড়েছি। কারণ কারও সাথে আমার ব্যক্তিগত সমস্যা নেই। আমি কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে।''

আরও পড়ুন-চুপিসারে তৃতীয় বিয়ে সারলেন 'ব্ল্যাক উইন্ডো', 'অ্যাভেঞ্জারস' খ্যাত স্কারলেট জোহানসন

আরও পড়ুন-বিয়ে করলেন গায়ক অর্ণব, পাত্রী কে? বিয়ের ছবি পোস্ট করলেন সৃজিত-মিথিলা

সময় শা আরও জানান, ''আমি এই ঘটনার কথা আমার অনুরাগীদের কাছে তুলে ধরছি। আমার আশা এতে আমার ও আমার পরিবারের ভালো হবে। আশাকরি সত্য প্রকাশ্যে আসবে।। ''

.