বিশ্বের সবচেয়ে ধনী পরিবার

জিকিউ-এর প্রতিবেদনে অনুযায়ী, আরব আমিরাতের আল নাহিয়ান রাজপরিবার বিশ্বের সবচেয়ে ধনী পরিবার।

পরিবার

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আলি নাহিয়ান পরিবারের প্রধান। পরিবারে ১৮ জন ভাই এবং ১১ জন বোন রয়েছে। এছাড়াও তাঁর ৯ সন্তান এবং ১৮ জন নাতি-নাতনি রয়েছে।

ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব

এই পরিবারটির মালিকানা রয়েছে ৪,০৭৮ কোটি টাকার প্রেসিডেন্সিয়াল প্যালেস, ৮ টি প্রাইভেট জেট এবং ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব।

তেল মজুদের মালিক

এই পরিবারটি বিশ্বের প্রায় ৬ শতাংশ তেলের মজুদের মালিক, এলন মাস্কের স্পেস এক্স সহ বেশ কয়েকটি বিখ্য়াত কোম্পানিতে শেয়ার রয়েছে।

প্যালেস

আবুধাবিতে সোনালি কাসর আল-ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদের মালিক এই পরিবার।

বিলাসবহুল গাড়ি

আবুধাবি শাসকের ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের কাছে বিশ্বের বৃহত্তম এসইউভি সহ ৭০০ টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে।

তাহনউন বিন জায়েদ

প্রেসিডেন্টের ভাই তাহনউন বিন জায়েদ আল নাহিয়ান পরিবারের প্রধান বিনিয়োগ কোম্পানিরও প্রধান।

২০১৫ সালে নিউ ইয়র্কের একটি প্রতিবেদন অনুসারে, আবু ধাবি রাজপরিবারের সম্পদ ছিল ব্রিটিশ রাজপরিবারের প্রায় সমান।

VIEW ALL

Read Next Story