হেমা মালিনী

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী রাজনীতির ময়দানে নিজের যথেষ্ট প্রভাব ফেলেছেন। উত্তরপ্রদেশের মথুরা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অরুণ গোভিল

উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি প্রার্থী অরুণ গোভিল।

রাহুল গান্ধী

তামিলনাড়ুর ওয়েনাড লোকসভা আসন থেকে দ্বিতীয় মেয়াদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

পাপ্পু যাদব

লোকসভা ভোটের দ্বিতীয় পর্বে আরজেডি এবং জেডিইউ প্রার্থীদের বিরুদ্ধে বিহারের পূর্ণিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন পাপ্পু যাদব।

গজেন্দ্র সিং

যোধপুর লোকসভা আসনে লড়বেন বিজেপি প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াত।

ভূপেশ বাঘেল

ছত্তিশগড়ের রাজনন্দগাঁও লোকসভা আসনে লড়বেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

শশী থারুর

প্রবীণ কংগ্রেস নেতা এবং কেরালার তিরুবনন্তপুরম থেকে ৩ বারের সাংসদ, শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৬ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন রয়েছে দেশে। এদিন ১৩টি রাজ্যে ৮৯ সংসদীয় আসনে ভোট রয়েছে।

দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট রয়েছে। ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।

VIEW ALL

Read Next Story