ইলেকট্রিক ব্রাশ

হাতে ব্রাশ করার মতো ইলেকট্রিক ব্রাশও ভালো কাজ দেয়। কীভাবে ব্রাশ করছেন সেটাই ব্যাপার।

সফট ব্রাশ

হার্ড, সফট ও মিডিয়াম তিন ধরনের ব্রাশ তৈরি করে কোম্পানিগুলি। এর মধ্যে সফটই ভালো।

ব্রাশের সাইজ

ব্রাশের সাইজ একটি বড় বিষয়। দাঁতের সাইজ অনুযায়ী ব্রাশ বেছে নিতে হয়।

গ্রিপ

ব্রাশের গ্রিপ দেখে নেওয়া ভালো। অনেকে সোজা গ্রিপ পছন্দ করেন, অনেকে অ্যাঙ্গেল। সুবিধে মতো বেছে নিন।

সিল গুরুত্বপূ্ণ

সবসময় এডিএ সিল দেখে কেনাই ভালো।

ব্রাশ বদল

কয়েক মাস ব্যবহারের পর ব্রাশ বদল করে ফেলুন। ৬ মাস অন্তর করা ভালো।

ডেন্টিস্টের সঙ্গে কথা বলুন

দাঁতের কোনও সমস্যা হল ব্রাশ বদলের পাশাপাশি দাঁতে ডাক্তারের সঙ্গে কথা বলুন।

VIEW ALL

Read Next Story