অ্য়ান্টি ভ্য়ালেন্টাইন্স সপ্তাহ

ভ্য়ালেন্টাইন্স সপ্তাহ সম্পর্কে প্রায় সকলেই জানেন, তবে জানেন কী অ্য়ান্টি ভ্য়ালেন্টাইন্স সপ্তাহ সম্পর্কে? ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পালন করা হয় এই সপ্তাহ।

স্ল্যাপ ডে

১৫ তারিখ এই দিন দিয়েই শুরু হয় অ্যান্টি ভ্য়ালেন্টাইন্স ডে। নামের মধ্যে চড় মারার উল্লেখ থাকলেই নিজের সঙ্গীকে চড় মারবেন কিনা ভেবে দেখুন।

কিক ডে

লাথি মারার ব্যপারে আপানর কী মন্তব্য তা সম্পর্কে আমাদের কিছু বলা উচিত নয়, তবে ১৬ তারিখ পালন করা হয় এই দিন।

পারফিউম ডে

ফেব্রুয়ারির ১৭ তারিখ সেলিব্রেট করা হয় এইদিন। তবে বর্তমানে এই দিনের তাৎপর্য প্রায় নেই বললেই চলে।

ফ্লার্ট ডে

এই দিন পছন্দের মানুষের সঙ্গে ফ্লার্ট করুন মন খুলে। ১৮ ফেব্রুয়ারি উদযাপন করা হয় এই দিন।

কনফেশন ডে

শুধু ফ্লার্ট করেই থেমে থাকলেই হবে না, এই দিন নিজের মনের কথা জানাতে পারেন প্রিয় মানুষকে।

মিসিং ডে

এই দিনটি শুধুমাত্র দুরে থাকার দিন। পাত্তা না পেয়ে একা থাকার দিন। ২০ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিন।

ব্রেক আপ ডে

ব্রেক আপ ডে, অ্যান্টি ভ্যালেন্টাইন্স ডের শেষ দিন এই দিন উদযাপন করা হয়।

VIEW ALL

Read Next Story