গিলয়

গিলয় দেহ থেকে টক্সিক মেটিরিয়াল বের করে দিতে পারে, কিডনি সাফ রাখতে সাহায্য করে ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখে।

পুনর্নভা

দেহ থেকে অতিরিক্ত ইউরিক অ্য়াসিড মূত্রের সঙ্গে বের করে দিতে সাহায্য করে।

আদা

গ্যাঁটের ব্যাথার ক্ষেত্রে আদা শরীরের যন্ত্রণা ও ফোলাভাব কমাতে পারে আদা।

ত্রিফলা

ত্রিফলা এমন একটি জিনিস যা দেহকে দূষণমুক্ত করা থেকে শুরু করে দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

হলুদ

হলুদে রয়েছে অ্যান্টি ইনপ্লেমেটরিএলিমেন্ট। এটি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে।

নিম

রক্ত পরিস্কার রাখতে সাহায্য করে, লিভার সতেজ রাখে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে।

মেথি

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি। রোজে মেথি ভিজিয়ে খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে।

ধনেপাতা

এর মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এলিমেন্ট। ইউপিরক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রেখে এটি গাঁটের ব্যাথা কম করে।

VIEW ALL

Read Next Story