৩৮-এ পা

শুক্রবার ৩৮-এ পা দিলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোণ।

ব্যক্তিগত জীবন

তাঁর সিনেমার পাশাপাশি, ব্যক্তিগত জীবনের কারণেও শিরোনামে থাকেন তিনি।

নতুন বছর

২০২৪-এ ‘ফাইটার’ সিনেমার মাধ্যমেই বড়পর্দায় নতুন বছর শুরু করবেন অভিনেত্রী।

সম্পর্ক

তবে বর্তমানে দীপিকা এবং তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং-এর সম্পর্ক নিয়ে চর্চায় আছেন বলি ডিভা।

সাক্ষাৎকার

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, রণবীরের সঙ্গে সন্তানের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

তারকা দম্পতি

এই নিয়েই শুরু হয়েছে জল্পনা, তবে কী এবার সুখবর দিতে চলেছে এই তারকা দম্পতি।

ডেটিং

দীপিকা এবং রণবীর ২০১২ সালে ডেটিং শুরু করেছিলেন এবং ২০১৫ সালে গোপনে বাগদান করেছিলেন৷

বিবাহ বন্ধন

তারপর ২০১৮ সালে রণবীরের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন অভিনেত্রী।

ভালোবাসা

এর আগেও বহুবার নানা সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁরা দুজনেই বাচ্ছা ভালোবাসেন।

২০২৩-এর ছবি

২০২৩ সালে জওয়ান এবং পাঠানের মতো হিট ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।

VIEW ALL

Read Next Story