নতুন আইফোন বাজারে আসতেই বন্ধ হয়ে যাচ্ছে এই মডেলটি, আপনারটা নয় তো?

অ্যাপেল সংস্থার তরফে iPhone 11 সিরিজটি বন্ধ করা হয়েছে এবং এটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর কেনা যাবে না। তবে এমন একটি জায়গা এখনও রয়েছে যেখান থেকে এই সিরিজটি ভারতে কেনা যাবে। আইফোন 11 সিরিজের অনেক মডেল অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে এবং স্টক শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকে এই ফোনগুলি কেনা যাবে।

Updated By: Sep 8, 2022, 04:51 PM IST
নতুন আইফোন বাজারে আসতেই বন্ধ হয়ে যাচ্ছে এই মডেলটি, আপনারটা নয় তো?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাপেল তার সর্বশেষ স্মার্টফোন সিরিজ, iPhone 14-এর বিশ্বব্যাপী লঞ্চ করেছে। এই সিরিজটি নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে প্রযুক্তি ক্ষেত্রে। সারা বিশ্বের ভক্তরা এই নতুন ফোন বাজারে আসার জন্য অপেক্ষা করছিলেন। এই নতুন সিরিজটি ভারতেও চালু করা হয়েছে। এই ফোনের দাম ও বিক্রয়ের বিবরণও প্রকাশ করা হয়েছে। অনেকেই iPhone 14-এর লঞ্চ নিয়ে উচ্ছ্বসিত। অনেকেই এই নতুন স্মার্টফোনটি কিনতে চান। অনেকেই এই ফোনের লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের ধারণা ছিল এই ফোনের লঞ্চের পরে তাঁরা কম দামে পুরানো মডেলগুলি কিনতে পারবেন। আপনিও যদি এই ভাবনা নিয়ে থাকেন, তাহলে আপনাকে জান্তে হবে যে iPhone 14 লঞ্চের পর কোম্পানি তার একটি পুরনো স্মার্টফোন সিরিজের মডেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে।

সবাইকে জানতে হবে যে iPhone 14 লঞ্চ হওয়ার পরেই, অ্যাপেল একটি পুরানো iPhone সিরিজের বিক্রি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখানে iPhone 11 এর কথা বলা হচ্ছে। এই ১১ সিরিজের আইফোন-এর বিক্রি বন্ধ হয়ে গিয়েছে iPhone 14 লঞ্চের পরে। এই সিরিজটি ২০১৯ সালে চালু করা হয়েছিল। যদিও এখনও এই ১১ সিরিজ iOS আপডেটের জন্য যোগ্য বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: Cyborg Cockroaches: যন্ত্র-পোকা! শরীরে বিশেষ ডিভাইস নিয়ে ঘুরবে পতঙ্গ, আপনার হাতে রিমোট...

অ্যাপেল সংস্থার তরফে iPhone 11 সিরিজটি বন্ধ করা হয়েছে এবং এটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর কেনা যাবে না। তবে এমন একটি জায়গা এখনও রয়েছে যেখান থেকে এই সিরিজটি ভারতে কেনা যাবে। আইফোন 11 সিরিজের অনেক মডেল অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে এবং স্টক শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকে এই ফোনগুলি কেনা যাবে।

গ্রাহকদেরকে জানতে হবে যে iPhone 14 সিরিজ, যা বুধবার লঞ্চ করা হয়েছে, তার প্রাথমিক মূল্য ৭৯,৯০০ টাকায় এবং এর বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর, ২০২২ থেকে। iPhone 14 Plus পাওয়া যাবে ৭ অক্টোবর, ২০২২ থেকে। এর দাম হবে ৮৯,৯০০ টাকা। iPhone 14 Pro এর দাম ১,২৯,৯০০ টাকা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে iPhone 14 Pro Max কিনতে হলে আপনাকে ১,৩৯,৯০০ টাকা দিতে হবে। প্রো মডেলগুলিও ১৬ সেপ্টেম্বর, ২০২২ থেকে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.