Kanchan Mullick| Kalyan Banerjee: 'গ্রামের মহিলারা ভালো চোখে না দেখলে আমি কেন বিক্ষোভের মুখে পড়লাম না?' প্রশ্ন কাঞ্চনের...

Kanchan Mullick: বৃহস্পতিবার প্রচারে গিয়ে কাঞ্চন মল্লিককে জিপ থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর দাবি, কাঞ্চনকে দেখে গ্রামের মানুষেরা রিঅ্যাক্ট করছে। এই প্রসঙ্গে অভিনেতা বিধায়ক কাঞ্চন বলেন, 'শুধু ভোটের প্রচারই নয়, আমি তো অভিনেতা হিসাবে সম্প্রতি চৈত্র সংক্রান্তিতে বর্ধমান জেলায় অনুষ্ঠান করতে যাই, সেখানে ১০ হাজার মানুষের জমায়েত হয়, সেখানে তো কোনও বিক্ষোভ হয়নি। সেখানে ৭৫ শতাংশ মহিলা ছিলেন'।

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Apr 25, 2024, 05:31 PM IST
Kanchan Mullick| Kalyan Banerjee: 'গ্রামের মহিলারা ভালো চোখে না দেখলে আমি কেন বিক্ষোভের মুখে পড়লাম না?' প্রশ্ন কাঞ্চনের...

সৌমিতা মুখোপাধ্যায়, বিধান সরকার: চলছে লোকসভা নির্বাচন ২০২৪(Lok Sabha Election 2024), আগামী ২০ মে শ্রীরামপুর(Serampore) কেন্দ্রে ভোট। জোরকদমে চলছে প্রার্থীদের প্রচার। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর কেন্দ্রের অন্তর্গত কোন্নগর-নবগ্রাম অঞ্চলে প্রচারে গিয়েছিলেন তৃণমূল(TMC) প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Bandopadhyay)। তাঁর সঙ্গেই হাজির হন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক(Kanchan Mullick)। কিন্তু দেখা যায় প্রচারের হুডখোলা জিপ থেকে তাঁকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে সেখান থেকে বেরিয়ে যান। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কাঞ্চন মল্লিক। 

আরও পড়ুন- Mamata Banerjee| Abhijit Ganguly: 'মমতা এ দেশেরই নয়, তিনি রোহিঙ্গা!' মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ অভিজিতের...

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 'উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছে। আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে, সেখানে তো করছে না।'

এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, 'পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী রোদে গরমে আমি প্রচারেই গিয়েছিলাম। আগে থেকেই ঠিক ছিল, কল্যাণবাবুকে সঙ্গে নিয়ে প্রচার হবে। আগেও হয়েছে উত্তরপাড়াতে, মাখলা, রঘুনাথপুরে। আজ আমি জিপে উঠতেই উনি বললেন, তুমি উঠো না, তোমাকে দেখলেই গ্রামের লোকেরা রিঅ্যাক্ট করবে। তোমাকে যেতে হবে না কারণ আমাকে ভোট তো করতে হবে। আমি নেমে চলে এলাম। আমি দলের নির্দেশে দলের প্রচারে গিয়েছি। ওঁর প্রচারের স্ট্র্যাটেজি যদি অন্য কিছু হয়। তাহলে তিনি তা করবেন, আমি চলে এসেছি।'

আরও পড়ুন- Manasi Sinha: ২৬ লাখ টাকার প্রতারণা! অটোগ্রাফ দিয়ে বিপাকে মানসী সিনহা...

আপনাকে কী আগেই উনি বলেছিলেন যে প্রচারে না যেতে। কাঞ্চন এই কথা অস্বীকার করে বলেন, 'আমাকে আগেই কিছু বলেননি। আর মহিলারা যদি আমাকে ভালোভাবে না নেন তাহলে আমি তো প্রচারের মাঝে কোথাও বিক্ষোভের মুখে পড়িনি। আমার কাছে তো সেরকম কোনও খবর নেই। আমি তো জানি না। শুধু ভোটের প্রচারই নয়, আমি তো অভিনেতা হিসাবে সম্প্রতি চৈত্র সংক্রান্তিতে বর্ধমান জেলায় অনুষ্ঠান করতে যাই, সেখানে ১০ হাজার মানুষের জমায়েত হয়, সেখানে তো কোনও বিক্ষোভ হয়নি। সেখানে ৭৫ শতাংশ মহিলা ছিলেন। আমি অভিনেতা হই বা যাই করি সেটা মানুষের জন্যই কাজ করি। মানুষ ভালোবাসে বলেই আছি। তারপরে তো রাজনীতি। সেটাও মানুষের জন্যই কাজ করেছি। '

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিধায়ক হিসাবে প্রচার করছেন না কাঞ্চন মল্লিক। সেই প্রসঙ্গে অভিনেতা-বিধায়ক বলেন, 'আমার ফেসবুক দেখলেই বোঝা যায় যে আমি দেওয়াল লিখন থেকে কাজ করছি। আর আমি তো একলা প্রচার করব না। দলের হয়ে ও প্রার্থীর হয়েই তাঁর সঙ্গেই প্রচার করব। আমি তো সবজায়গায় দেওয়াল লিখনও করেছি। এটা তো তৃণমূলের প্রচার, আমি তো করবই। আমার দলও জানে, আমি কী করছি।' 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.