Lok Sabha Election 2024 | Bishnupur: ‘আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না...', কংগ্রেসের আক্রমণের মুখে বাম নেতৃত্ব

প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জীর দাবি, ‘সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই সেই লড়াইতে বামফ্রন্ট এবং অন্যান্য দল আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে আসন সমঝোতাই বলুন বা জোট বলুন সেটা তো একতরফা হয় না’।

Updated By: Apr 24, 2024, 12:18 PM IST
Lok Sabha Election 2024 | Bishnupur: ‘আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না...', কংগ্রেসের আক্রমণের মুখে বাম নেতৃত্ব
নিজস্ব চিত্র

মৃত্যুঞ্জয় দাস: বিষ্ণুপুর লোকসভায় সিপিআইএম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই মান-অভিমান দুই দলের। সিপিআইএম-কে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, ‘আমাদের তো মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদের আহ্বান না করলে চলে যাব’। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের কর্মী সমর্থক নেই বললেই চলে এমনটাই পাল্টা দাবি সিপিআইএম প্রার্থীর।

২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য নেতৃত্বরা। যে কারণেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী দেয়নি। সিপিআইএম-এর প্রার্থী হয়েছেন পেশায় শিক্ষক শীতল কৈবর্ত। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই সিপিএম প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করেছেন।

আরও পড়ুন: Dilip Ghosh | Lok Sabha Election 2024: 'বাংলা খাও, জয় বাংলা বলো; আর বিরোধীদের ঝাণ্ডা খোল', তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সিপিআইএম-এর ভোট প্রচারে এখনও দেখা মেলেনি কংগ্রেসের পতাকার। কংগ্রেসের কোনও নেতাকর্মীকে এখনও দেখা যায়নি। দাবি, লোকসভা নির্বাচনের আগে দুই দলের মান অভিমানের পালা চলছে।

প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জীর দাবি, ‘সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই সেই লড়াইতে বামফ্রন্ট এবং অন্যান্য দল আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে আসন সমঝোতাই বলুন বা জোট বলুন সেটা তো একতরফা হয় না’।

তিনি আরও বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে আছি সিপিআইএম-কে সঙ্গে নিয়ে। কিন্তু জেলা স্তরে যদি সিপিআইএম আমাদের আহ্বান না করে তাহলে কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাব। আমাদের আহ্বান করলে আমরা অবশ্যই যাবো’।

আরও পড়ুন: Truck Fire at Farakka Barrage: সাতসকালে অগ্নিকান্ড ফারাক্কা ব্যারেজে, বিচ্ছিন্ন যোগাযোগ

কংগ্রেসের এই মান অভিমান নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত জানান, ‘এই বিষয়টা আমাদের জেলা নেতৃত্ব দেখেন। আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, কংগ্রেসের জেলা নেতৃত্বেরও একই দায়িত্ব রয়েছে। পারস্পরিক যোগাযোগ করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি তাদের উচিত কর্মী সমার্থক যা আছেন তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা’।

তবে কংগ্রেস এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে দাবি সিপিআইএম প্রার্থীর। তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের সংগঠন সেভাবে নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। আলোচনা করেও কিছু হবে না। তবে বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.