Mohammed Shami | Narendra Modi: হাসপাতালে শুয়ে শামি, মুখে মোদীর জয়গান! কিন্তু কেন?

Mohammed Shami reacts to PM Narendra Modi message: মহম্মদ শামি এবার কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জাতীয় দলের নক্ষত্র পেসার জানালেন কেন মোদী স্য়র তাঁর হৃদয়ের!

Updated By: Feb 27, 2024, 08:20 PM IST
Mohammed Shami | Narendra Modi: হাসপাতালে শুয়ে শামি, মুখে মোদীর জয়গান! কিন্তু কেন?
মোদীকে স্য়র সম্বোধন করেই কৃতজ্ঞতা শামির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলতে গিয়ে বাঁ-গোড়ালিতে ভয়ংকর চোট। কাজে দেয়নি ইঞ্জেকশনও। বাধ্য হয়ে মহম্মদ শামিকে (Mohammed Shami) অস্ত্রোপচার করাতেই হল। জাতীয় দলের নক্ষত্র পেসারের দ্রুত আরোগ্য় কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

শামি হাসপাতালের বিছানায় শুয়ে কয়েক'টি ছবি পোস্ট করেন তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার)। জাতীয় দলের নক্ষত্র পেসার লেখেন, 'সদ্য়ই আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে একটি সফল অস্ত্রোপচার হয়েছে। সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় আছি।' 

আরও পড়ুন: WATCH: 'সচিন-ধোনি-কোহলি' গল্পে মশগুল! আইপিএলের আগে ভিডিয়ো ভাইরাল, হচ্ছেটা কী!

শামির পোস্ট নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে নমো লেখেন, 'আপান আপনার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করি। আমি নিশ্চিত যে, আপনি সাহসের সঙ্গে এই আঘাত কাটিয়ে উঠবেন। সাহস আপনার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।'

এবার মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে শামি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যর, আমার দ্রুত আরোগ্য কামনা করে একটি ব্যক্তিগত নোট পাঠিয়েছেন। এই সারপ্রাইজ আমাকে অবাক করে দিয়েছে। তাঁর দয়াশীল এবং চিন্তাশীল মননের প্রতিফলন আমার কাছে অনেকটা। অনেক ধন্য়বাদ মোদী স্য়র। এই সময়ে আপনার শুভকামনা এবং সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এভাবেই এগিয়ে যাব।

গতবছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন শামি। প্রথম চার ম্যাচ তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৭ ম্যাচে তিনি একাই ২৪ উইকেট তুলে নেন আগুনে পারফরম্যান্সে। হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিও। শামি মারাত্মক লাইন-লেন্থ-সুইং বিপক্ষের কাছে ছিল ত্রাসের বিজ্ঞাপন।

গত ১৯ নভেম্বর ছিল বিশ্বকাপ ফাইনাল। মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। মাঠে উপস্থিত ছিলেন মোদী। বুক ভাঙা ভারতীয় দলকে তাতাতে, মোদী খেলার পর চলে গিয়েছিলেন সোজা সাজঘরে। রোহিতদের ছলছল চোখ দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি মোদীও। সেখানে গিয়ে শামিকে বুকে টেনে নিয়েছিলেন মোদী। শামি নিজে সেই ছবি সমাজমাধ্য়মের পাতায় তুলে ধরেছিলেন। বিশ্বকাপের পর থেকে শামি আর কোনও রকমেরই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। গোড়ালির চোটই ভুগিয়েছে তাঁকে। তবে কাপযুদ্ধে দুরন্ত বোলিংয়ের জন্য় তিনি ভূষিত হয়েছেন অর্জুন পুরস্কারে।

আরও পড়ুন: Fastest T20I Hundred: কীর্তিপুরের মাঠে মহাকীর্তি! অনামী নামিবিয়ানের ইতিহাস, তছনছ সব রেকর্ড

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.