IND vs SA | World Cup 2023: কল্পতরু কোহলির রঙে মিলিয়ে গেল 'রামধনু'! ক্রিকেটের নন্দনকানন যেন আনন্দ নিকেতন

India Beats South Africa By 243 Runs IND vs SA World Cup 2023: বিরাট কোহলির ব্য়াট আর রবীন্দ্র জাদেজার বল গেয়ে উঠল এক সুরে। দক্ষিণ আফ্রিকার দাপট মিলিয়ে গেল ক্রিকেটের স্বর্গোদ্য়ানে।  

Updated By: Nov 5, 2023, 09:00 PM IST
IND vs SA | World Cup 2023: কল্পতরু কোহলির রঙে মিলিয়ে গেল 'রামধনু'! ক্রিকেটের নন্দনকানন যেন আনন্দ নিকেতন
কোহলি-জাদেজার কামাল কলকাতায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (World Cup 2023) সবচেয়ে চর্চিত ম্য়াচই ছিল নাকি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (INDIA vs South Africa Live Score Updates)! কিন্তু না, সেকেন্ড বয়ও বিন্দুমাত্র চ্যালেঞ্জের মুখে ফেলতে পারল না কাপযুদ্ধের ফার্স্ট বয় ভারতকে। সেই চেনা মেজাজ ও অপ্রতিরোধ্য আগ্রাসনে ভর করেই ভারত ফুঁ দিয়ে উড়িয়ে দিল রামধনু দেশকে। টানা আট ম্য়াচ জিতে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বুঝিয়ে দিল, ভারতকে আর কিছুতেই রোখা যাবে না। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata), বিরাট কোহলির সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা হেরে গেল ২৪৩ রানে। ভারতের আগাম দীপাবলির সেলিব্রেশন শুরু হয়ে গেল কলকাতায়। ক্রিকেটের নন্দনকানন যেন আনন্দ নিকেতন। আট ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষ স্থানই বজায় রাখল।

আরও পড়ুন: Virat Kohli | IND vs SA: 'এ যেন স্বপ্নের মতো'! বলছেন বিরাট, জন্মদিনে সেঞ্চুরিকারী ভারতীয় কারা?

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। টেম্বা বাভুমাদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান তিনি। রোহিত-শুভমন বিধ্বংসী শুভারম্ভ করেছিলেন ইডেনে। তবে ২৪ বলে ৪০ রানের মারকাটারি ইনিংস খেলে ফিরে যান 'হিটম্য়ান'! কাগিসো রাবাদার বল মিড অফে একটু তুলে মারতে গিয়েছিলেন। তবে বাভুমার দুরন্ত ক্যাচ রোহিতকে থামিয়ে দেয়। এরপরই আসরে নামেন বিরাট। তখন ইডেন বুঝিয়ে দেয় যে, কোহলিকে রাজকীয় অভিবাদন জানানোর জন্য তৈরিই ছিল কলকাতা। 'বার্থডে বয়' মাঠে নামতেই ক্রিকেটের স্বর্গোদ্যান 'কোহলি...কোহলি...' শব্দব্রহ্মে মুখরিত হয়। কোহলির সঙ্গে শুভমনের জুটি এদিন জমল না। ২৪ বলে ২৩ রান করে শুভমন ফিরে যান। কেশব মহারাজের মাপা বল শুভমনের বেল ছিটকে দেয়। 

চারে আসেন শ্রেয়স আইয়ার। কলকাতা তাঁর ঘরের মাঠে। তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিপতি বলে কথা। কোহলির সঙ্গে জুটি বেঁধে ১৫৮ বলে ১৩৪ রান যোগ করেন তাঁরা স্কোরবোর্ডে। ইডেনের পিচে কিছুটা মন্থর ইনিংসই খেলেন তাঁরা। কারণ চেয়েছিলেন উইকেট না দিয়ে বড় জুটি বাঁধতে। শ্রেয়স ৮৭ বলে ৭৭ রান করে ফিরে যান। সাতটি চার ও জোড়া ছক্কা হাঁকিয়ে ছিলেন শ্রেয়স। তিনি আউট হওয়ার পর কেএল রাহুল (৮) এদিন আসেন আর ফিরে যান। এরপর ১৪ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান সূর্যকুমার যাদব। বিরাট ওদিকে নিজের উইকেট আগলে রেখেছিলেন। রবীন্দ্র জাদেজাকে নিয়ে ২৪ বলে ৪১ রানের অপরাজিত যুগলবন্দি করেন। জাদেজা ১৫ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। কোহলি ১২১ বলে ১০১ রানে ছিলেন নটআউট। ১০টি দুরন্ত চার মারেন তিনি। বিরাট বিক্রমে এদিন ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে। তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা এদিন এক্সটার বন্যা বইয়ে দেন। ২৬ রান উপহার দেন তাঁরা। 

সেঞ্চুরি চাই...সেঞ্চুরি চাই... ৩৫ তম জন্মদিনে চাই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ তম সেঞ্চুরি! কোহলির কাছে এটাই প্রত্যাশা ছিল আপামর তাঁর অনুরাগীদের। কথা রাখলেন বিরাট। করে ফেললেন দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৪৯ তম আন্তর্জাতিক সেঞ্চুরি। ঐতিহাসিক মাইলস্টোনে স্পর্শ করে ফেললেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। যুগ্ম ভাবে এখন সচিনের সঙ্গে মগডালে বিরাট। আর একটি শতরান করলেই বাইশ গজের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিকারী হয়ে যাবেন তিনি। 'রাজা' বসবেন সিংহাসনে। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ব্য়াট থেকে এল অপরাজিত ১০১ রানের ইনিংস। আর তাতেই লেখা হয়ে গেল অধরা ইতিহাস।

ভারতের রান তাড়া করতে নেমে কোথাও যেন হারিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। যাদের এই কাপযুদ্ধ জয়ের অন্য়তম দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, তাদের আজ কোথাও খুঁজে পাওয়া গেল না। ১৪ ওভারের মধ্যে ভারত প্রতিপক্ষের শিরদাঁড়াটাই ভেঙে গুঁড়িয়ে দেয়। ৪০ রানের মধ্যে চলে যায় পাঁচ উইকেট। চলতি বিশ্বকাপে চার সেঞ্চুরি হাঁকানো কুইন্টন ডি কককে এদিন মাত্র ৫ রানের মধ্য়ে সাজঘরে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। বোল্ড করে দেন তিনি। এরপর দ্বিতীয় ওপেনার টেম্বা বাভুমাকে (১১) বোল্ড করে দেন রবীন্দ্র জাদেজা। এরপর রাসি ভ্যান ডার ডুসেন (১৩), আইডেন মারক্রম (৯), হেনরিখ ক্লাসেন (১) আসেন আর ফিরে যান। ৪০ রানে পাঁচ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার বাকি পাঁচ উইকেট চলে গেল ৪৩ রানের মধ্য়ে। ২৮ ওভারের মধ্যে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় রামধনু দেশ। এদিন ব্য়াট হাতে ভারতের নায়ক যেমন কোহলি, তেমনই বল হাতে হৃদয় জিতলেন জাদেজা। নয় ওভার বল করে তিনি পাঁচ উইকেট তুলে নিলেন। দিলেন মাত্র ৩৩ রান। মহম্মদ শামি ও কুলদীপ যাদব নেন দু'টি করে উইকেট। এক উইকেট সিরাজের।  আগামী রবিবার ভারত বিশ্বকাপের লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তারপরেই শুরু হয়ে যাবে সেমিফাইনালের লড়াই।

আরও পড়ুন: Virat Kohli | IND vs SA: '৪৯ থেকে ৫০-এ যেতে আমার....' বিরাটের কাছে এবার সচিন করলেন দাবি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.