ব্যালকনি থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, মেয়ে সুহানাই বাঁচিয়েছিল শাহরুখকে!

Apr 22, 2020, 22:52 PM IST
1/7

অভিনয় সহ হাজারো ব্যস্ততার মধ্যেও শাহরুখ যেটা সবথেকে বেশি পছন্দ করেন, সেটা হল ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে। তিন সন্তানই তাঁর 'নয়নের মণি' বলা যেতে পারে। 

2/7

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খোলসা করেছেন একসময় ব্যালকনি থেকে নাকি তিনি ঝাঁপ দিতে যাচ্ছিলেন, মেয়ে সুহানায় তাঁকে বাঁচিয়েছিলেন। 

3/7

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন , বারবার ব্যর্থতার পর অনেকেই কেকেআর টিমটা বিক্রি করে দিতে বলেছিলেন আমায়, তবে আমি আশা ছাড়িনি।

4/7

ঠিক কী ঘটেছিল সেদিন? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন ২০১২ সালে যখন প্রথমবার কেকেআর জেতে, তিনি আনন্দে আত্মহারা হয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দিতেই যাচ্ছিলেন, সেসময় সুহানাই তাঁর প্রায় বাঁচায়।

5/7

শাহরুখের কথায়, কেকেআর-এর প্রথম জয়ের দিন, তিনি সারা রাত ঘুমোতে পারেননি। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন।

6/7

শাহরুখের কথায়, তিনি তাঁর জীবনেও যে ভালো ক্রীড়াবিদ ছিলেন, তেমন কখনওই নয়, তাই কখনওই ম্যাচ শুরুর আগে কেকেআর টিম-কে 'চাক দে ইন্ডিয়া' টাইপ জ্ঞান দিই নি।

7/7

প্রসঙ্গত, বহুদিন হল সিনেমার জগত থেকে দূরে রয়েছেন কিং খান। তাঁর ভক্তরা আবার তাঁর পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন।