Heatwave: রক্ষা নেই! লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, তীব্র তাপপ্রবাহে পুড়তে হবে ৫ দিন...

Apr 27, 2024, 16:19 PM IST
1/5

বঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা!

Severe Heatwave Alert for 5 Days

রণয় তেওয়ারি: কলকাতায় আজ তাপপ্রবাহ। কলকাতায় আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.১ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা।   

2/5

বঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা!

Severe Heatwave Alert for 5 Days

তারমধ্যে প্রথম দিন-ই দক্ষিণঙ্গের জন্য লাল সতর্কতা। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কালবৈশাখীর পরিস্থিতি আছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প না থাকায় মেঘ তৈরি হচ্ছে না ফলে বৃষ্টির দেখা নেই।

3/5

বঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা!

Severe Heatwave Alert for 5 Days

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। সাত জেলায় সিভিয়ার হিট ওয়েভের জন্য লাল সতর্কতা। আট জেলায় কমলা সতর্কতা।

4/5

বঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা!

Severe Heatwave Alert for 5 Days

একমাত্র স্বস্তি উত্তরবঙ্গের ৩ জেলায়। আজ ও কাল বৃষ্টির সম্ভবনা উত্তরের ৩ জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও চলবে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের মধ্যে মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

5/5

বঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা!

Severe Heatwave Alert for 5 Days

উল্লেখ্য ২০১৪-তে ৪০ ডিগ্রির স্পেল ছিল ৫ দিনের। ২৪ থেকে ২৮ এপ্রিল। ২০১৬-তে ৪০ ডিগ্রির স্পেল ছিল ৯ দিন। এখনও অবধি ৪০ ডিগ্রির সেটাই সর্বোচ্চ স্পেল। এবারে এখনও সেই সংখ্যাটা ৭।