Samantha Ruthprabhu: বাদামি বিকিনিতে বোল্ড সামান্থা, নগ্ন নাকি! শোরগোল নেটপাড়ায়...

Samantha Ruthprabhu: মালয়েশিয়ায় বাদামি বিকিনি ড্রেসে দেখা দিলেন সামান্থা রুথপ্রভু। প্রকৃতীর কোলে হারিয়ে গেলেন অভিনেত্রী।

Feb 24, 2024, 14:49 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মালয়েশিয়ায় বাদামি বিকিনি ড্রেসে দেখা দিলেন সামান্থা রুথপ্রভু। প্রকৃতীর মধ্যে যেন তিনি হারিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী নিজেই সেই ছবি পোস্ট করেছেন।

2/7

এই সাম্প্রতিক ছবিগুলিতে সামান্থা প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেছে বলে মনে করছেন নেটিজেনরা, এবং অভিনেত্রী তাঁর চিরস্থায়ী সৌন্দর্য এবং মোহনীয়তা দিয়ে নেটিজেনদের বাকরুদ্ধ করেছেন।          View this post on Instagram                       A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

3/7

বিকিনি ড্রেসে ছবির পাশাপাশি তাঁকে এই পোস্টে দেখতে যোগব্যায়াম করে রিল্যাক্স করতেও দেখা গেছে। সঙ্গে রয়েছে প্রকৃতীর একাধিক ছবি।

4/7

অল্প সময়ের মধ্যেই, ইন্সটা পোস্টে পাঁচ লাখ লাইক হয়েছে এবং কমেন্ট সেকশনটি অতুলনীয় ভালোবাসায় ভরে গেছে। 

5/7

সামান্থাকে মায়োসাইটিস থেকে সেরে উঠতে দেখে ভক্তরা খুব খুশি, এবং তাঁরা অধীর আগ্রহে অভিনেত্রীর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে।  

6/7

পেশাদার ফ্রন্টে, সামান্থাকে পরবর্তীতে ওয়েব সিরিজ সিটাডেলে দেখা যাবে, যেখানে তিনি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সাথে অভিনয় করেছেন। 

7/7

রাজ এবং ডিকে এই ওয়েব শোটি পরিচালনা করেছেন, এবং এই ওয়েব সিরিজ ২০২৪ সালে মুক্তি পাওয়ার জন্য একেবারে প্রস্তুত।