শাইরা কাপুর, Kareena, Karismaদের এই বোনকে চেনেন?

Apr 09, 2021, 21:17 PM IST
1/7

আলাপ করুন ইনি হলেন শাইরা লরা কাপুর। করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুরদের একাধিক তুতো ভাইবোনেদের মধ্যে ইনিও একজন। তবে মিডিয়ার স্পটলাইট থেকে দূরেই থাকেন শাইরা। 

2/7

কে এই শাইরা লরা কাপুর? ইনি হলেন শশী কাপুরের (রাজ কাপুরের ছোট ভাই) বড় ছেলে কুণাল কাপুর ও সিনা সিপ্পির (রমেশ সিপ্পির মেয়ে) মেয়ে। 

3/7

তবে শাইরা লরা কাপুর কুণাল কাপুর ও সিনা সিপ্পির একমাত্র মেয়ে নন, তাঁর এক ভাইও রয়েছে।  নাম, জাহান পৃথ্বীরাজ কাপুর। 

4/7

শাইরা কাপুরকে 'গলি বয়', 'তুমহারি সুলু', 'বোম্বে ভেলভেট' সহ একাধিক বলিউডের ছবি এবং বিজ্ঞাপনে আর্ট ডিজাইনার হিসাবে কাজ করেছেন। 

5/7

করিনা, করিশ্মা , রণবীর কাপুরদের মতোই কাপুর পরিবারের সঙ্গেই ওঠা বসা শাইরা ও জাহান কাপুরের। কাপুর বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে তাঁদেরও দেখা যায়। 

6/7

যদিও কুণাল কাপুরের সঙ্গে বহু আগেই সিনা সিপ্পির বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপর থেকে তাঁদের দুই সন্তান শাইরা ও জাহান বাবার কাছে মুম্বইতেই থাকেন। 

7/7

দাদু শশী কাপুরের কোলে ছোট্ট শাইরা। এই ছবিটি ইনস্টাগ্রাম শেয়ার করেছিলেন শাইরা কাপুর নিজেই।