চুমু খাওয়া ভালো, তবে এই নিয়ম না মানলেই বিপদ!

সঙ্গীকে আদরে ভরিয়ে দিতে বেশ কিছু নিয়ম মেনে তবেই চুমু খেতে হবে। জেনে নিন,

May 10, 2024, 21:14 PM IST
1/7

মাথায় রাখুন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্কে মানসিক মিলন ঠিক যতটা প্রয়োজনীয়, শারিরীক মিলনও ঠিক ততটাই দরকার। আর চুম্বন তারই এক অংশ। 

2/7

মাথায় রাখুন

তবে এই মিলন করার আগে মাথায় রাখতে হবে বেশ কয়েকটি বিষয়। জেনে নিন-

3/7

মাথায় রাখুন

চুম্বনের সময় জিভের ব্যবহার হয়, তা সকলেরই জানা। তাই নিয়মিত জিভ পরিষ্কার রাখা খুব দরকার। 

4/7

মাথায় রাখুন

চুমু খাওয়ার আগে চেষ্টা করুন হালকা গরমজলে ভালো করে কুলকুচি করে নিন, অবশ্যই যদি সময় পান। এতে মুখের ভিতরের ব্যকটেরিয়া নষ্ট হবে।

5/7

মাথায় রাখুন

ঠোঁটের যত্ন নিতে হবে। বারবার ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান।  

6/7

মাথায় রাখুন

উজ্জ্বল-সুন্দর ঠোঁট চুমু খাওয়ার সময় সঙ্গীর মনে আলাদা ভালো লাগা তৈরি করে।

7/7

মাথায় রাখুন

আদর করার সময় কপালে চুমু খেতে কিন্তু ভুলবেন না। কেননা, কপালে চুমু, সম্মানের প্রতীক।