দেশে ফিরলেই কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে কোহলি, শাস্ত্রীদের

Jul 12, 2019, 16:38 PM IST
1/5

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারের পর থেকে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। জানা যাচ্ছে, দেশে ফিরলেই বিসিসিআই-এর প্রশ্নের মুখে পড়তে হবে কোচ শাস্ত্রী ও অধিনায়ক কোহলিকে। 

2/5

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

হারের কারণ কী, জানতে চাওয়া হবে কোহলি-শাস্ত্রীর কাছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ কমিটির সদস্যরা কোহলি-শাস্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। 

3/5

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

সিওএ-র প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ''হার সবসময়ই দুঃজনক। তবে হারের কারণ নিয়ে পর্যালোচনা করাটাও জরুরি। ভারতীয় দল দেশে ফেরার পর ওরা কিছুদিন বিরতিতে থাকবে। তার পর আমরা কোচ-ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করব।''

4/5

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

জানা গিয়েছে, নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনায় বসবে বোর্ডের সিওএ কমিটি। তবে কবে নাগাদ আলোচনাসভার আয়োজন করা হবে তা নিয়ে এখনই কিছু জানায়নি বোর্ডের সিওএ কমিটি। 

5/5

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

প্রশ্নের মুখোমুখি হতে হবে শাস্ত্রী-ধোনিকে

বিশ্বকাপের ভারতীয় দল নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। স্ট্যান্ড-বাই হিসাবে অম্বাতি রায়াড়ুকে রাখা সত্ত্বেও চার নম্বর পজিশনে একটা ম্যাচেও খেলার সুযোগ দেওয়া হল না! দলে চারজন উইকেটকিপার খেলানোর প্রয়োজন কতটা ছিল! এসব নিয়েই প্রশ্ন করা হবে শাস্ত্রী-কোহলিকে। খবর এমনই।