Madhya Pradesh: 'বউ দরকার', রিক্সায় হোর্ডিং লাগিয়ে পাত্রী খুঁজছেন যুবক!

 কথায় বলে, যেকোন বয়েসেই নাকি বিয়ে করাটা সহজ! সত্যি কি তাই? 

Updated By: Feb 20, 2024, 11:05 PM IST
Madhya Pradesh: 'বউ দরকার', রিক্সায় হোর্ডিং লাগিয়ে পাত্রী খুঁজছেন যুবক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কথায় বলে, যেকোন বয়েসেই নাকি বিয়ে করাটা সহজ! সত্যি কি তাই? নিজের ই-রিক্সা রীতিমতো হোর্ডিং লাগিয়ে পাত্রী খুঁজছেন বছর উনত্রিশের এক যুবক। সঙ্গে ছবি ও ব্যক্তিগত তথ্যও।

আরও পড়ুন:  Smile Desining Surgery: বিয়ের আগে হাসি ঠিক করতে 'স্মাইল ডিজাইনিং' সার্জারি, যুবকের পরিণতি মর্মান্তিক!

জানা গিয়েছে, ওই যুবকের নাম দীপেন্দ্র রাঠোর। বাড়ি, মধ্যপ্রদেশের দামোহ শহরে। তাঁর দাবি, সমাজের মেয়ের অভাব। সেকারণেই বিয়ে করতে চেয়েও মনের পাত্রী পাচ্ছেন না! জানিয়েছেন, ধর্ম বা জাতপাত কোনও বাধা নয়। চাইলে যেকোন মেয়েই তাঁকে বিয়ের প্রস্তাব দিতে পারেন।  

স্রেফ কাগজে বিজ্ঞাপন নয়, এখন অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতেও পাত্র-পাত্রী খোঁজ পাওয়া যায়নি। যোগাযোগের সুবিধার জন্য রয়েছে একাধিক গ্রুপও।  তেমনি একটি গ্রুপে যুক্ত হয়েছিলেন দীপেন্দ্রও, কিন্তু নিজের শহরে বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি। এরপরই বিক্সা হোর্ডিং লাগানোর সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন:  India Climate: লা নিনার প্রভাবে দারুণ 'বিপদ', দুশ্চিন্তায় আবহাওয়াবিদরা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.