মোদীতে আমোদিত প্রধানমন্ত্রীর জন্মস্থান ভাডনগর

Updated By: Oct 8, 2017, 05:37 PM IST
মোদীতে আমোদিত প্রধানমন্ত্রীর জন্মস্থান ভাডনগর

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের জন্মস্থানে গেলেন নরেন্দ্র মোদী। দিন কয়েক আগে থেকেই ভাডনগরে সাজো সাজো রব। সেজে উঠেছিল ভাডনগর স্টেশন। ওই স্টেশনেই ছোটবেলায় চায়ের দোকানে বাবাকে সাহায্য করত ছোট্ট মোদী। সেই চাওয়ালাই আজ ভারতের প্রধানমন্ত্রী।

দু'দিনের গুজরাট সফরে নরেন্দ্র মোদী। রবিবার তাঁর গন্তব্য ভাডনগর। সকালেই আবেগপ্রবণ টুইট করেন প্রধানমন্ত্রী। বলেন, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে করিয়ে দেবে। সেখানকার মন্দিরে পুজোও দেন। নিজের স্কুলেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পথে পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা করেন।

ভাডনগরের মাটি কপালে তিলক করেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়,"এই মাটি থেকেই মূল্যবোধ শিখেছি। সেজন্যই আজ এখানে পৌঁছতে পেরেছি।" চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এসেছিলেন আমদাবাদে। সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন ভাডনগরে রোড শো-ও করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, ডিজিটাল ভারতের সওয়াল 'tea-ian' প্রধানমন্ত্রীর

.