রাজ ঠাকরের গ্রেফতারিতে স্তব্ধ মুম্বই, উত্তপ্ত মহারাষ্ট্র, পরে শর্তসাপেক্ষে ছাড়া পেলেন এমএনএস প্রধান

টোল ট্যাক্স নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জন্য এমএনএস প্রধান রাজ ঠাকরেকে গ্রেফতার করা হল। আজ সকালে মহারাষ্ট্র পুলিস রাজ ঠাকরেকে গ্রেফতার করার পরই উত্তপ্ত হয়ে পড়ে রাজ্য ৷ অবরোধের জেরে যানজটে স্তব্ধ মুম্বই৷ দলের প্রধানকে গ্রেফতারের পর মুম্বই, পুণে সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অবরোধ শুরু হয়েছে।

Updated By: Feb 12, 2014, 04:03 PM IST

টোল ট্যাক্স নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জন্য এমএনএস প্রধান রাজ ঠাকরেকে গ্রেফতার করা হল। আজ সকালে মহারাষ্ট্র পুলিস রাজ ঠাকরেকে গ্রেফতার করার পরই উত্তপ্ত হয়ে পড়ে রাজ্য ৷ অবরোধের জেরে যানজটে স্তব্ধ মুম্বই৷ দলের প্রধানকে গ্রেফতারের পর মুম্বই, পুণে সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অবরোধ শুরু হয়েছে।

ক দিন আগে, নবি মুম্বইয়ে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে রাজ ঠাকরে বলেন, কেউ টোল ট্যাক্স দেবেন না৷ মাঝে কেউ এলে তাকে ধরে মারুন৷ এরপরই মহারাষ্ট্রের বেশ কয়েকটি টোল অফিসে ভাঙচুর চালায় এমএনএস কর্মী সমর্থকরা৷ উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পুণেয় রাজ ঠাকরের বিরুদ্ধে দু’টি মামলা রুজু করা হয়৷

মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় টোল আদায়ের প্রতিবাদে পথ অবরোধ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা৷

বেশ কিছু দলীয় কর্মী-সমর্থককে আটক করেছে পুলিস৷ মহারাষ্ট্র জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ শুধু নাসিকেই মোতায়েন করা হয়েছে ৪ হাজার পুলিস কর্মী৷

.