Bengaluru: কামড়ে ছিঁড়ে নিলেন, চিবিয়ে গিলে নিতেও চেষ্টা করলেন বউয়ের আঙুল! কেন এমন করলেন স্বামী?

Bengaluru: ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে নানা দেশে নানা ভাবে ভাবনাচিন্তা চলছে। কী কী নিয়ম নিগড়ে বাঁধা যায় বিষয়টিকে, কোন কোন পদ্ধতিতে গৃহবধূদের আরও বেশি সুরক্ষা কবচ দেওয়া যায়-- এসব নিয়ে দেশ ও সমাজ নিয়ত ভাবছে। পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্সের নানা ঘটনাও ঘটছে। যেমন সম্প্রতি ঘটল বেঙ্গালুরুতে।

Updated By: Aug 3, 2023, 07:26 PM IST
Bengaluru: কামড়ে ছিঁড়ে নিলেন, চিবিয়ে গিলে নিতেও চেষ্টা করলেন বউয়ের আঙুল! কেন এমন করলেন স্বামী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে নানা দেশে নানা ভাবে ভাবনাচিন্তা চলছে। কী কী নিয়ম নিগড়ে বাঁধা যায় বিষয়টিকে, কোন কোন পদ্ধতিতে গৃহবধূদের আরও বেশি সুরক্ষা কবচ দেওয়া যায়-- এসব নিয়ে দেশ ও সমাজ নিয়ত ভাবছে। পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্সের নানা ঘটনাও ঘটছে। যেমন সম্প্রতি ঘটল বেঙ্গালুরুতে।

আরও পড়ুন: 'Janjatiya Vikas': আদিবাসীদের ক্ষমতায়নের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ইন্ডিয়া গেটে...

বেঙ্গালুরুতে এক স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীর আঙুল কামড়ে দিয়েছে এবং শুধু কামড়েই ক্ষান্ত হননি, সেটা চিবিয়েওছেন! পুলিস গ্রেফতার করেছে ওই ব্য়ক্তিকে। অভিযুক্তের নাম বিজয় কুমার। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি তাঁর স্ত্রীকে হত্যার হুমকিও দিয়েছিলেন!

২৩ বছরের দাম্পত্য বিজয় ও তাঁর স্ত্রী পুষ্পার। পরপর বেশ কয়েকটি ঝামেলার পরে বিজয় তাঁর ছেলেকে নিয়ে আলাদা থাকছেন। তিনি স্ত্রীর সঙ্গে থাকেন না। তবে এ ঘটনাটা এতদিন অজানাই ছিল। জানা গেল, পুষ্পা থানায় তাঁর স্বামীর নামে অভিযোগ নথিভুক্ত করার পরেই। তিনি থানায় জানান, কদিন আগে বিকেলবেলা বিজয় তাঁর বাড়িতে এসে তাঁকে হুমকি দেন। তখনই তাঁদের মধ্যে ঝগড়া বাধে। সেই ঝগড়ারই এক উত্তেজনার মুহূর্তে বিজয় তাঁর স্ত্রীর পুষ্পার বাঁ হাতের তর্জনী কামড়ে নেন, এমনকি সেটা চিবিয়ে গিলে নেওয়ার চেষ্টাও করেন!

আরও পড়ুন: University Grants Commission: সাবধান! অকাতরে ডিগ্রি বিলোচ্ছে 'ভুয়ো' বিশ্ববিদ্যালয়; দেখে নিন এ রাজ্যের তালিকা...

পুষ্পার অভিযোগের ভিত্তিতে বিজয়ের বিরুদ্ধে যথাক্রমে ৪৯৮এ, ৩২৫, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়। যদিও আদালত তাঁকে জামিনও দিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.