Amarnath Yatra 2022: কবে শুরু হচ্ছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন? জেনে নিন কোথায় কী ভাবে কী করতে হবে

দু'বছর পরে ফের অমরনাথ যাত্রা! করোনাকে হারিয়ে কতদূর সফল হতে পারবে এই তীর্থযাত্রা? ভক্তেরা অবশ্য কোনও দ্বিধাকে মাথায় চড়তে দিচ্ছেন না। তাঁরা তুষারলিঙ্গ দর্শনের মানসে একাগ্র ভাবে অপেক্ষমাণ।

Updated By: Apr 9, 2022, 05:40 PM IST
Amarnath Yatra 2022: কবে শুরু হচ্ছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন? জেনে নিন কোথায় কী ভাবে কী করতে হবে

নিজস্ব প্রতিবেদন: দু'বছর অপেক্ষার পরে এবার অমরনাথযাত্রীদের কাছে সুখবর। আগেই জানা গিয়েছিল, করোনার ধাক্কায় দু'বছর বন্ধ থাকার পরে এ বছর ২০২২-এর জুনে আবার শুরু হচ্ছে তুষারলিঙ্গের তীর্থযাত্রা। ভক্তেরা উদ্বেল হয়ে আছেন। তাঁরা প্রহর গুনছেন।

আগামি ৩০ জুন শুরু হবে অমরনাথ যাত্রা। চলবে ১১ অগস্ট পর্যন্ত। ১৬-৬৫ বছর বয়স্ক মানুষই একমাত্র এই যাত্রায় অংশ নিতে পারবেন। তবে, সব চেয়ে গুরুত্বপূর্ণ হল রেজিস্ট্রেশন। আর মাত্র ১ দিন পরে আগামি ১১ এপ্রিল শুরু হচ্ছে এই যাত্রার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশনের কাজ।

রেজিস্ট্রেশন ফি মাথাপিছু ১৫০ টাকা

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য jksasb.nic.in ওয়েবসাইটে ঢুকতে হবে

রেজিস্ট্রেশন হবে 'জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক', 'পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক', 'ইয়েস ব্যাঙ্ক', 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র শাখায়

অমরনাথ শ্রাইন বোর্ড এবারে এক বিশালাকার যাত্রীনিবাস তৈরি করেছে। যেখানে প্রায় ৩০০০ যাত্রীর স্থান সঙ্কুলান হবে।

দু'বছর পরে ফের অমরনাথ যাত্রা! করোনাকে হারিয়ে কতদূর সফল হতে পারবে এই তীর্থযাত্রা? অনেকের মনেই এই ধরনের কিছু কিছু ভাবনা ঘোরাফেরা করছে। ভক্তেরা অবশ্য কোনও দ্বিধাকে মাথায় চড়তে দিচ্ছেন না। তাঁরা তুষারলিঙ্গ দর্শনের মানসে একাগ্র ভাবে অপেক্ষমাণ।

আরও পড়ুন: Navaratri 2022: নবরাত্রিতে হবে না মাংস বিক্রি, মদের দোকান বন্ধের অনুরোধ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.