2000 Rupees Currency Notes: বন্ধ ২০০০ টাকার নোট! এখনও নিখোঁজ ৯৭৬০ কোটি টাকা

১৯ মে, RBI বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। ২০০০ টাকার ব্যাংক নোটগুলি ২০১৬ সালের নভেম্বরে চালু করা হয়েছিল তৎকালীন প্রচলিত ১০০০ এবং ৫০০ টাকার ব্যাংক নোটগুলি বাতিল করার পরে।

Updated By: Dec 1, 2023, 05:19 PM IST
2000 Rupees Currency Notes: বন্ধ ২০০০ টাকার নোট! এখনও নিখোঁজ ৯৭৬০ কোটি টাকা

জি ২৪ ঘণ্টা ডিজিয়াল ব্যুরো: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শুক্রবার জানিয়েছে প্রায় ৯,৭৬০ কোটি টাকার মূল্যের ২০০০ টাকার নোট এখনও জনগণের কাছে রয়েছে। যদিও এই নোট বিনিময়ের শেষ তারিখ অক্টোবরে শেষ হয়ে গিয়েছে। RBI অবশ্য বলেছে যে ২০০০ টাকার ব্যাংক নোটের প্রায় ৯৭.২৬ শতাংশ ব্যাংকিং সিস্টেমে ফিরে এসেছে। আরবিআই একটি বিবৃতিতে বলেছে, ’১৯ মে ২০২৩ সালে এই নোট বন্ধ করার কথা ঘোষণা করার সময়ে প্রচলিত ২০০০ টাকার ব্যাংক নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা, এখন তা কমে ৯,৭৬০ কোটি টাকা হয়েছে’।

১৯ মে, RBI বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। ২০০০ টাকার ব্যাংক নোটগুলি ২০১৬ সালের নভেম্বরে চালু করা হয়েছিল তৎকালীন প্রচলিত ১০০০ এবং ৫০০ টাকার ব্যাংক নোটগুলি বাতিল করার পরে।

আরও পড়ুন: Nagarjunasagar dam: মাঝরাতের অপারেশনে হাতছাড়া বাঁধ, তেলেঙ্গানা নির্বাচনের আগের রাতে বড় ধাক্কা বিআরএস-এর

উল্লেখ্য যে ২০০০ টাকার ব্যাংক নোটগুলি আইনি টাকা হিসাবে এখনও ব্যবহার করা যাবে। মানুষ সারা দেশে ১৯টি RBI অফিসে ২০০০ টাকার ব্যাংক নোট জমা এবং/অথবা বিনিময় করতে পারে। ভারতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য লোকেরা যে কোনও পোস্ট অফিস থেকে, যে কোনও RBI ইস্যু অফিসে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ২০০০ টাকার ব্যাংক নোট পাঠাতে পারে।

এই ধরনের নোট যাদের কাছে আছে এবং জনসাধারণ এবং সংস্থাগুলিকে প্রাথমিকভাবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিনিময় করতে বা জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা সাত অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ব্যাংক শাখাগুলিতে জমা এবং বিনিময় পরিষেবা উভয়ই সাত অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Bengal Tops Egg Production: দেশে ডিম উৎপাদনের নিরিখেও ১ নম্বর বাংলা, বলছে দিল্লির তথ্যই...

আট অক্টোবর থেকে, সাধারণ মানুষকে RBI-এর ১৯ টি অফিসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মুদ্রা বিনিময় বা সমতুল্য অর্থ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, ২০০০ টাকার নোট বিনিময় অথবা জমা করার জন্য RBI অফিসে কাজের সময় লম্বা লাইন দেখা গিয়েছে। ব্যাংক নোট জমা দেওয়ার অথবা আদান-প্রদানকারী ১৯টি RBI অফিস হল আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পটনা এবং তিরুবনন্তপুরম।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.