কন্ডোম কেনার আগে এই বিষয়গুলি দেখে নেন তো? না হলে কিন্তু বিপদ!

ন্ডোম কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আসুন সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Updated By: Jan 11, 2019, 11:51 AM IST
কন্ডোম কেনার আগে এই বিষয়গুলি দেখে নেন তো? না হলে কিন্তু বিপদ!

নিজস্ব প্রতিবেদন: কন্ডোমের ব্যবহার এবং কার্যকারীতা সম্পর্কে কম-বেশি আমরা প্রায় সকলেই জানি। বর্তমানে ভারতেও যৌন শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। সুরক্ষিত যৌনতা, যৌনরোগ আর যৌনরোগের সংক্রমণ ঠেকাতে কী কী করণীয় তা জানানোর জন্য একাধিক প্রচারাভিযান চালানো হচ্ছে।

যৌনরোগের সংক্রমণ ঠেকাতে কন্ডোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু জানেন কি জামা-কাপড়ের মতো কন্ডোমও বিভিন্ন মাপের আর বিভিন্ন ধরনের হয়? না, শুধু কন্ডোমের স্বাদের বিভিন্নতার কথা বলছি না। যে কন্ডোমটি কেনা হচ্ছে, সেটি যৌনাঙ্গের মাপ অনুযায়ী কেনা হচ্ছে তো? কন্ডোম তৈরির ক্ষেত্রে ব্যবহৃত উপাদানগুলি আপনার ত্বকের জন্য সুরক্ষিত তো? কন্ডোম কেনার আগে এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আসুন সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

১) বাজারে তিনটি মাপের কন্ডোম পাওয়া যায়, স্মল ফিট, রেগুলার ফিট, লার্জ ফিট। কোন মাপের কন্ডোমে আপনি সবচেয়ে বেশি সচ্ছ্বন্দ বোধ করেন, প্রথমেই বুঝে নেওয়া প্রয়োজন। কন্ডোম প্রয়োজনের তুলনায় ছোট হলে, তা সঙ্গমের সময় ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনের তুলনায় বড় কন্ডোমেও সঙ্গমের সময় অস্বস্তি হতে পারে। তাই সঠিক মাপের কন্ডোম কেনা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: পেঁয়াজের রস এই পদ্ধতিতে খেতে পারলে তিন গুণ বাড়বে যৌন ক্ষমতা!

২) কন্ডোম কেনার সময় সেটি কোন উপাদানে তৈরি, তা খেয়াল রাখতে হবে। ল্যাটেক্স, সিলিকন, পলিউথারিননাগেটস— এমন নানা উপাদান দিয়েই কন্ডোম তৈরি হয়। কিন্তু কন্ডোম তৈরির ক্ষেত্রে ব্যবহৃত এই উপাদানগুলি আপনার ত্বকের জন্য সুরক্ষিত তো? এর কোনওটির জন্য আপনার শরীরে কোনও রকম সমস্যা তৈরি করে না তো? কোনও অস্বস্তি বা অ্যালার্জি হয় না তো? ভাল করে খেয়াল করুন।

৩) কন্ডোম তৈরির সময় তার লুবরিকেশনের ওপর জোর দেওয়া হয়। কারণ, এর উপরেও সঙ্গম-সুখের মাত্রা অনেকটাই নির্ভর করে। তেলতেলে বা জেল-এর মতো লুবরিকেন্ট ঘর্ষণে ছিড়ে যেতে পারে। তাই সিলিকন ভিত্তিক লুবরিকেন্ট বা ‘ওয়াটার বেসড’ লুবরিকেন্ট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

৪) ওষুধ কেনার মতো কন্ডোম কেনার আগেও তার ‘এক্সপায়ারি ডেট’ দেখে নিন। পুরনো কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে এক্সপায়ার করা লুবরিকেন্ট ত্বকের ক্ষতি করতে পারে।

.