রাজনীতির জন্য রইস নিয়ে এতটাই ভয় পেয়েছেন শাহরুখ!

তাঁর আগামী ছবি রইস নিয়ে কোনও রিস্ক নিতে চাইছেন না শাহরুখ খান। জটিলতা এড়াতে আগে থেকেই কথা বলে নিলেন MNS প্রধান রাজ ঠাকরের সঙ্গে। রাজ ঠাকরের দাবি, রইসের প্রমোশনে থাকবেন না পাক অভিনেত্রী মাহিরা খান। এটা জানাতেই তাঁর কাছে এসেছিলেন শাহরুখ।

Updated By: Dec 11, 2016, 09:41 PM IST
রাজনীতির জন্য রইস নিয়ে এতটাই ভয় পেয়েছেন শাহরুখ!

ওয়েব ডেস্ক: তাঁর আগামী ছবি রইস নিয়ে কোনও রিস্ক নিতে চাইছেন না শাহরুখ খান। জটিলতা এড়াতে আগে থেকেই কথা বলে নিলেন MNS প্রধান রাজ ঠাকরের সঙ্গে। রাজ ঠাকরের দাবি, রইসের প্রমোশনে থাকবেন না পাক অভিনেত্রী মাহিরা খান। এটা জানাতেই তাঁর কাছে এসেছিলেন শাহরুখ।

আরও পড়ুন বেড়াতে যাওয়ার প্ল্যান আছে? টিকিট কাটেননি? তাহলে বাজেটটা বেশি করুন!

উরি হানার পরবর্তী সময়ে পাক শিল্পীদের ভারতীয় ছবিতে কাজ করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তারপর ডিয়ার জিন্দেগির  প্রচারে দেখা যায়নি আলি জাফরকে। কিন্তু রইসের ট্রেলরে শাহরুখের সঙ্গে দিব্বি নজর কাড়ছেন মাহিরা। অনেকেই বলছিলেন, ছবি প্রচারেও থাকবেন মাহিরা। তবে সম্ভবত তা হচ্ছে না।

আরও পড়ুন  গ্রেটার কৈলাসের একটি ল ফার্ম থেকে উদ্ধার হল সাড়ে ১৩ কোটির নোট!

.