রাণী রাসমণির করুণা এবার হাজির 'খনা' রূপে

সেই খনাকে নিয়েই আসছে নতুন ধারাবাহিক, 'খনার বচন'। 

Updated By: Dec 24, 2018, 05:07 PM IST
রাণী রাসমণির করুণা এবার হাজির 'খনা' রূপে

নিজস্ব প্রতিবেদন:  বৃষ্টি হচ্ছে না চিন্তিত কৃষকরা। দুর্ভিক্ষের হাহাকার শুনে খনা রাজার প্রাসাদ ছেড়ে ছুটে আসে। কৃষকদের সে জানিয়ে দেয় বৃষ্টি হবে। তবে খনার কথা মানতে নারাজ বরাহ পণ্ডিত। তিনি সাফ জানিয়ে দেন কোথাও বৃষ্টি নেই, এখন বৃষ্টির কোনও সম্ভবনাই নেই। আর ঠিক তারপরই ঘটল সেই ঘটনা। শুরু হল বৃষ্টি। মিথ্যে হল বরাহ পণ্ডিতের কথা। সত্যি হল 'খনার বচন'। সেই খনাকে নিয়েই আসছে নতুন ধারাবাহিক, 'খনার বচন'। 

আগামী ১৪ জানুয়ারি থেকে 'কালার্স বাংলা'য় শুরু হতে চলেছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'খনার বচন' ধারাবাহিকের নতুন প্রমো। আর এই ধারাবাহিকেই খনার চরিত্রে দেখা গেছে ঐন্দ্রিলা সাহাকে। যিনি রাণী রাসমণি ধারাবাহিকে 'করুণা' চরিত্রের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিছুদিনের মধ্যেই করুণা চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। তবে চিত্রনাট্যের প্রয়োজনীয় নির্দিষ্ট সময়ের পর আর তাঁকে রাণি রাসমণী ধারাবাহিকে দেখা যায়নি। তবে এবার সেই করুণাই ধরা দেবেন খনার চরিত্রে। ধারাবাহিকে দেখা যাবে খনা যেটাই বলে সেটাই সত্যি হয়ে যায়।

আরও পড়ুন-কীভাবে দৃশ্যায়িত হয়েছে রসগোল্লার বৃষ্টির দৃশ্য? কীভাবে হয়েছে শ্যুটিং? দেখুন...

এই ধারাবািকে খনার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা সাহার পাশাপাশি বরাহচরিত্রে দেখা যাবে বাদশা মৈত্রকে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

ছবি- রাণী রাসমণি ধারাবাহিকে করুণা চরিত্রে ঐন্দ্রিলা

এখন দেখার রাণী বাসমণি ধারাবাহিকের করুণার মতোই খনা দর্শকদের মন জয় করতে পারেন কিনা...

আরও পড়ুন-কীভাবে হচ্ছে দেবী চৌধুরানির শ্যুটিং? দেখে নিন সেই সব ছবি...

.