''হ্যাঁ, আমি ভুল করেছি'', Shilpa Shetty-র পোস্ট ঘিরে শোরগোল

শিল্পা লেখেন, '' হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু ঠিক আছে।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 27, 2021, 07:01 PM IST
''হ্যাঁ, আমি ভুল করেছি'', Shilpa Shetty-র পোস্ট ঘিরে শোরগোল

নিজস্ব প্রতিবেদন : অবশেষে প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করে নিলেন শিল্পা শেট্টি  (Shilpa Shetty)! বৃহস্পতিবার রাতে শিল্পার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন (Sophia Loren)-এর একটি কোট শেয়ার করে শিল্পা লেখেন, '' হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু ঠিক আছে।''

শিল্পা  (Shilpa Shetty) সোফিয়া লরেনের (Sophia Loren) যে কোট শেয়ার করেছেন, তা বাংলা করলে দাঁড়ায়, ''ভুল জীবনেরই অংশ। পূর্ণ জীবন পেতে হলে কিছু মাশুল চোকাতেই হয়।'' সেখানে আরও লেখা রয়েছে, ''ভুল না করলে জীবন ইন্টারেস্টিং হবে কী করে? তবে আমরা আশা করতে পারি, সেই ভুলগুলি মারাত্মক হবে না, কারোর ক্ষতি করবে না। আমরা জীবনের ভূলগুলি দুভাবে দেখতে পারি। এমন কিছু অভিজ্ঞতা যা ভুলে যেতে চাই কিংবা এমন কিছু যা ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং এবং স্টিমিউলেটিং ছিল। না অন্যের ভুলের কথা নয়, যে ভুল থেকে আমরা শিক্ষা পেয়েছি, তার কথা বলছি।'' এই কোটের শেষে লেখা, 'I made a mistake, but it's ok'।

আরও পড়ুন-কে Karan Johar? কী করে আমার সম্পর্কে বাজে কথা বলেন? গর্জে উঠলেন দিব্যা

শিল্পা (Shilpa Shetty) এই পোস্টের পর থেকেই নেটিজেনদের প্রশ্ন, কোন ভুলের কথা বলছেন অভিনেত্রী? প্রশ্ন উঠেছে পর্নোগ্রাফি কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে তাঁর মনে কি কোনও সংশয় তৈরি হয়েছে? প্রসঙ্গত, রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর বেশকিছুটা সময় বিরতি নিয়েছিলেন অভিনেত্রী, তবে ফের তিনি সুপার ডান্সার-৪-এর বিচারকের আসনে ফিরেছেন। সম্প্রতি শোয়ে এক প্রতিযোগী রানি লক্ষ্মীবাঈ-এর বেশে পারফর্ম করলে আবেগতাড়িত হয়ে পড়েন শিল্পা। বলেন, ''ঝাঁসির রানির প্রসঙ্গ উঠলেই মনে হয় সমাজের আসল চেহারা বেরিয়ে আসছে। আজও সমাজে মেয়েদের নিজের অধিকারের জন্য লড়তে হয়। স্বামী না থাকলে নিজের অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়তে হয়।''

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.