ভোট দিলেই দিদি নম্বর ওয়ানের শুটিংয়ে! লোভ দেখিয়ে ভোট চাইছেন রচনা?

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

৪ দিন পর ভোট হুগলিতে। তার আগে অডিশন বিতর্ক! চুঁচুড়ায় দিদি নম্বর ওয়ানের অডিশন। ভোটারদের প্রভাবিত করে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ লকেটের। রচনার দাবি অপপ্রচার করা হচ্ছে।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিয়তে সকাল থেকে ভিড়। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার নাম করে। আমার কাছে কিছু ভিডিয়ো এসেছে।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের ভোট চাওয়া হচ্ছে। অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর দিদি নম্বর ওয়ান দেখে ভোট দেওয়া হবে? তোপ দাগেন লকেট।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

ওদিকে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন,দিদি নম্বর ওয়ান ৩৬৫ দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। এর মধ্যে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

এর মধ্যে ভোট নিয়ে কোনও ব্যাপার নেই। ভোট এসে গেছে। এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার নেই।

দিদি নম্বর ওয়ান অডিশন বিতর্ক

রচনা দাবি করেন, সারাদিন প্রচার করে রাতে কাজ করছি। আর এখানে শুটিং হচ্ছে। কোনও অডিশন হয়নি। যদিও পোস্টার বলছে অন্য কথা!

VIEW ALL

Read Next Story