Ukraine: উপরে কামানের গোলা, আগুন, বারুদের গন্ধ, মৃত্যু! আর নীচে যেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স...

Ukraine's first underground school: ইউক্রেনেই তৈরি হল বিশ্বের সর্বপ্রথম মাটির নীচের স্কুল। সেইখানেই যেন এক টুকরো আনন্দের খোঁজে বহু ছাত্রের ভিড়। 

May 16, 2024, 16:34 PM IST
1/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনে যুদ্ধের আবহ। কামানের গোলা-আগুন-বারুদের গন্ধই যেন নিত্য দিনের সঙ্গী। কিন্তু সেই সবের মাঝেও যেন একটুখানি বাঁচার আশা।  

2/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

ইউক্রেনেই তৈরি হল বিশ্বের সর্বপ্রথম মাটির নীচের স্কুল। সেইখানেই যেন এক টুকরো আনন্দের খোঁজে বহু ছাত্রের ভিড়।   

3/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

এই স্কুল মাটির স্তর থেকে প্রায় ৬ মিটার বা ২০ ফিট নীচে। রাশিয়ার ড্রোন এবং মিশাইল আক্রমণ থেকে বাঁচার জন্যই তৈরি করা হয়েছে এই স্কুল।  

4/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

ফুটপাথের উপর একটি ছোট সাদা কংক্রিটের ঘরের একটি দরজা দিয়ে খারকিভ প্রাইমারি স্কুল 155-এ পৌঁছানো যায়।   

5/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

সিঁড়ি বেয়ে নীচে নেমে গেলেই চলে যাবেন সুন্দর একটি স্কুলে। যদিও এই স্কুলে কোনও জানালা নেই, তবুও এই স্কুলের হাওয়া লাতাসের কোনও সমস্যা নেই।   

6/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

স্কুলের প্রতিটি দেওয়াল সাদা এবং হালকা সবুজ রঙ করা। যা বাচ্ছাদেরকেও স্কুলে পড়ার আগ্রহ দেবে।  

7/7

সর্বপ্রথম মাটির নীচের স্কুল

এই স্কুলে বর্তমানে ৩০০ জন ছাত্রছাত্রী ভর্তি হলেও, সেখানকার মেয়র ঠিক করেছেন পরবর্তীতে দিনে দু'টি শিফটের মাধ্যমে মোট ৯০০ ছাত্রকে পড়ানো হবে।