Narendra Modi | Metro: সিঙ্গাপুরের মেট্রো দেখিয়ে ভারতের বলে দাবি? মেট্রো নিয়ে মোদীর 'বড়সড় কেলেঙ্কারি' ফাঁস!

বিদেশের মেট্রোকে দেশের বলে দাবি? মোদীর বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল!

May 18, 2024, 15:58 PM IST

Narendra Modi Metro Advertisement: বিদেশের মেট্রোকে দেশের বলে দাবি? মোদীর বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল!

1/5

মোদীর 'ভুয়ো' মেট্রো বিজ্ঞাপন!

Narendra Modi Metro Advertisement

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেট্রো নিয়ে বিজেপির একটি বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনকেই 'ভুয়ো' বলে তোপ দেগেছে তৃণমূল।   

2/5

মোদীর 'ভুয়ো' মেট্রো বিজ্ঞাপন!

Narendra Modi Metro Advertisement

কী সেই বিজ্ঞাপন? বিজ্ঞাপনে বিজেপির তরফে একটি পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে, কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে-শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা!  

3/5

মোদীর 'ভুয়ো' মেট্রো বিজ্ঞাপন!

Narendra Modi Metro Advertisement

যেখানে বিজেপি দাবি করেছে, ২০১৪ সালে মেট্রো পরিষেবা ছিল দেশের ৫টি শহরে। আর এখন ২০২৪ সালে সেই সংখ্যাটা বেড়ে দেশের ২০টি শহর এখন মেট্রো পরিষেবার মাধ্যমে জুড়েছে।  

4/5

মোদীর 'ভুয়ো' মেট্রো বিজ্ঞাপন!

Narendra Modi Metro Advertisement

বিজ্ঞাপনে বিজেপির আরও কটাক্ষ,'কংগ্রেস বলবে, বিজেপি করবে।' কিন্তু সেই বিজ্ঞাপনেই সিঙ্গাপুরের মেট্রোর ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে সরব তৃণমূল।   

5/5

মোদীর 'ভুয়ো' মেট্রো বিজ্ঞাপন!

Narendra Modi Metro Advertisement

এদিন তৃণমূলের তরফে শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে মোদীর বিরুদ্ধে ভুয়ো তথ্যের অভিযোগ আনেন।