Shani Dev: আজ এই কাজগুলো না করলেই পড়বেন শনির কু-দৃষ্টির কোপে! কীভাবে বাঁচবেন?

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)   

| May 04, 2024, 12:15 PM IST
1/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে শনিবার কর্মের দাতা শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিদেবকে বলা হয় ন্যায়দাতা।   

2/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

একজন ব্যক্তিকে তার কর্মের জন্য ফল প্রদান করে থাকেন শনিদেব। এমনটাই মনে করা হয়ে থাকে।  

3/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

কর্মফল ভালো হলে মানুষের জীবনে সুখ শান্তি আসে। ওদিকে কেউ যদি পাপ বা খারাপ কাজ করেন, তাহলে তাকে শনিদেবের কু-দৃষ্টির ফল ভোগ করতে হয়।  

4/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

এখন কীভাবে বাঁচবেন শনিদেবের কু-দৃষ্টি থেকে? কীভাবে শনির দোষ থেকে মুক্তি পাবেন? জেনে নিন-   

5/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

শনিদেবকে খুশি করার জন্য শনিবারকেই সেরা দিন বলে ধরা হয়। এদিন সঠিক রীতি আচার মেনে শনি স্তুতি পাঠ করুন।  

6/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

এই দিনে তেল অভিষেক, দান ও প্রদীপ দান করে শনিদেবের আশীর্বাদ পেতে পারেন। শনিদেবের স্তব করুন।   

7/7

শনির কু-দৃষ্টির কোপ!

How to please Shani Dev

'ওম শনিদেবায় নমঃ', 'ওম প্রম প্রেম প্রম সহ শনাইশ্চরায় নমঃ', 'ওম শন শনিশ্চরায় নমঃ', 'ওম কৃষ্ণঙ্গয়া বিদ্যামহে রবিপুত্রায় ধীমহি তন্নাহ সৌরিহ প্রচোদয়াৎ' এই মন্ত্রগুলি জপ করুন।