Mamata Banerjee: 'ভোট চলছে! মানুষকে শেয়ার বাজারে টাকা ঢালতে বলছে?', অমিত শাহকে আক্রমণ মমতার

 Lok Sabha Election 2024: তৃণমূল সুপ্রিমো বলেন, 'অমিত শাহ এখানে এসে বলছেন শেয়ার বাজারে বেশি বেশি টাকা বিনিয়োগ করতে। এটা উনি করতে পারেন না। এখন নির্বাচন চলছে। নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন উনি।' 

Updated By: May 18, 2024, 06:21 PM IST
Mamata Banerjee: 'ভোট চলছে! মানুষকে শেয়ার বাজারে টাকা ঢালতে বলছে?', অমিত শাহকে আক্রমণ মমতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভোটের প্রচার মঞ্চ থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, 'অমিত শাহ এখানে এসে বলছেন শেয়ার বাজারে বেশি বেশি টাকা বিনিয়োগ করতে। এটা উনি করতে পারেন না। এখন নির্বাচন চলছে। নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন উনি।' মমতার প্রশ্ন, এবার যদি ওরা জিতবেই তবে কেন অমিত শাহ বলবেন, 'শেয়ারে টাকা জমাও। পরে লাভ পাবেন।'

আরও পড়ুন, Bengal Weather Update: দক্ষিণ আন্দামান সাগরে হঠাৎ এ কী ঘটল? নিম্নচাপ-বলয় থেকে নিম্নচাপ হয়ে তা কি হবে কোনও প্রবলতর ঘূর্ণিঝড়?

মুখ্যমন্ত্রীর পরামর্শ, 'আসলে শেয়ার সব ধসে গিয়েছিল। এখন নিজেদের টাকা দিয়ে শেয়ার ঠিক করছে। ওই শেয়ারে যারা টাকা জমাবে, তাদের সব ধসে যাবে। কেউ জমাবেন না।'  এদিন জনসভা থেকে মমতার হুংকার, বাঙালিরা বিজেপিকে চায় না। সন্দেশখালিতে বিজেপির কলঙ্কের কথা সবার মনে থাকবে। মহিলাদের জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। সন্দেশখালিতে এরপর সাম্প্রদায়িক উস্কানি দেবে বিজেপি। ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনলে আয়কর, সিবিআই, ইডি-র অত্যাচার বন্ধ করে দেব।

শনিবার আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই জনতার হাতে ‘অধিকার’ তুলে দেন। বলেন, 'তৃণমূল দোষ করলে দুটো থাপ্পড় মারবেন। সেই অধিকার আছে আপনাদের।কেউ যেন এখানে না ভাবে যে, আমি বড় কেউকেটা হয়ে গেছি। মনে রাখতে হবে, মানুষই সব। মানুষকে ভালবাসতে হবে।'

আরও পড়ুন, WB Lok Sabha Election 2024: কী হবে অর্জুন সিংয়ের; প্রশ্ন একাংশের, আম জনতা বলছে অন্যকিছু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.